Flipkart Black Friday Sale: Samsung Galaxy এর সস্তা ফোন মিলছে আরও কম দামে, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

Updated on 29-Nov-2024
HIGHLIGHTS

Flipkart সাইটে Black Friday Sale চলছে

ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে Samsung Galaxy A14 5G ফোনটি মাত্র 10 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এ14 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে

Flipkart সাইটে Black Friday Sale চলছে। এই সেল চলাকালীন একাধিক অফার এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখানে আমরা Samsung Galaxy এর একটি সস্তা 5G স্মার্টফোন লিস্ট করা রয়েছে। ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে স্যামসাং গ্যালাক্সি ফোনটি মাত্র 10 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি ফোনের অফার সম্পর্কে।

Samsung Galaxy A14 5G ফোন কত টাকা সস্তায় কেনা যাবে Flipkart Black Friday সেলে

আমরা যেই স্মার্টফোনের কথা বলছি, সেটি হল Samsung Galaxy A14 5G। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 5000mAh সহ আসে। ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনটি 10,499 টাকায় লিস্ট করা। তবে লঞ্চের সময় এই ফোনটি 16,499 টাকা দামে আনা হয়েছিল।

আরও পড়ুন: Snapdragon 8 Elite প্রসেসর সহ Realme GT 7 Pro স্মার্টফোনের সেল শুরু, প্রথম সেলে 3000 টাকার ছাড়, জানুন নতুন দাম কত

স্যামসাং গ্যালাক্সি এ14 5G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ14 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 1080×2408 পিক্সেল রেজোলিউশন পাওয়া যাবে। এটি 90Hz রিফ্রেশ রেট এবং 480 নিটস পিক ব্রাইটনেস সহ আসে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি এ14 5G ফোনটি অক্টা-কোর Exynos 1330 চিপসেট দেওয়া হয়েছে। এটি 8GB পর্যন্ত RAM সহ পেয়ার করা।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এ14 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ 2MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এতে তৃতীয় সেন্সর 2MP রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13MP ফ্রন্ট লেন্স পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এ14 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: এক বছরের বেশি চলবে এই রিচার্জ প্ল্যান, BSNL দিচ্ছে সস্তায় পুরো 395 দিনের ভ্যালিডিটি, সাথে 2 জিবি ডেটা প্রতিদিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :