তালিকায় আছে IQOO Neo 6 থেকে Infinix Note 12 5G, ইত্যাদি
Flipkart একদম ব্র্যান্ড নিউ একটা সেল নিয়ে হাজির হয়ে গিয়েছে তাদের গ্রাহকদের জন্য। এই সেলে গ্রাহকরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, মূলত স্মার্টফোনের উপর পেয়ে যাবেন দুর্দান্ত ছাড়। Flipkart Big Saving Days Sale-এ IQOO থেকে Infinix, Apple থেকে অন্যান্য একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনের উপর মিলছে আকর্ষণীয় ছাড়। ক্রিসমাসের আগেই নতুন ফোন কিনতে চাইলে এটাই কিন্তু সেরা সুযোগ। E-commerce সাইটের তরফে এই সেলে কোন কোন অফারে অফার দেওয়া হচ্ছে দেখে নিন।
IQOO Neo 6 ফোনটির এমনই বাজার মূল্য হল 34,999 টাকা। কিন্তু এই সেলে এটি মাত্র 30,498 টাকায় পাওয়া যাচ্ছে। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন Snapdragon 870 প্রসেসর সহ 80W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4700mAh ব্যাটারি।
এই ফোনটির আসল দাম 24,999 টাকা। কিন্তু এই সেলে গ্রাহকরা এটাকে মাত্র 16,199 টাকায় পেয়ে যাবেন। এই ফোনে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। সঙ্গে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের সেন্সর। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।
Poco X4 Pro 5G (Laser Blue, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ)
এই ফোনটির আসল দান 23,999 টাকা, কিন্তু এই সেলে ফোনটি মাত্র 16,999 টাকা দিয়ে কেনা যাবে। এই ফোনে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে। এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি।
এই ফোনটির আসল দাম 91,999 টাকা, এখন ফ্লিপকার্ট সেল থেকে কেনা যাবে মাত্র 76,999 টাকায়। এই ফোনে আছে 6.1 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। Octa Core প্রসেসরের সাহায্যে এই ফোনটি চলবে। আছে 3700mAh ব্যাটারি।
এই ফোনটির আসল দাম 19,999 টাকা। তবে এই সেলে এই ফোনটি মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে। Snapdragon 680 প্রসেসর রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে এই ফোনটি চলবে, সঙ্গে মিলবে 20W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি।
Realme 9 Pro 5G (Midnight Black, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ)
এই ফোনটির দাম 21,999 টাকা, কিন্তু এই সেলে গ্রাহকরা মাত্র 18,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি MediaTek Dimensity 920 প্রসেসরের সাহায্যে চলবে। সঙ্গে আছে 90 HZ রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে। 60W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে এই ফোনে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.