Flipkart-এ শুরু হয়ে গেল ধামাকেদার Big Saving Days Sale, মাত্র 12,000 টাকায় মিলছে 5G ফোন!
Flipkart- এ চালু হয়ে গেল Big Saving Days Sale
এই সেলে 5G ফোনের দাম শুরু হচ্ছে 12,000 টাকা থেকে
Poco M4 ফোনটি এখন এই সেলে 11,999 টাকাতেই কেনা যাচ্ছে
Flipkart আরও একটি নতুন সেল নিয়ে হাজির হয়ে গিয়েছে। এই E-commerce সাইটে Big Saving Days Sale চলছে। আর এখানে 5G স্মার্টফোনে দারুন অফার মিলছে। মাত্র 12,000 টাকা থেকে শুরু হচ্ছে 5G ফোনের দাম। যে যে ফোনে এই সেলে ছাড় মিলছে তার মধ্যে আছে Realme 10 Pro+, Poco M4, Pixel 6A, ইত্যাদি।
Flipkart Big Saving Days Sale এ কোন 5G ফোনে মিলছে ছাড়?
Poco M4
এই ফোনটির দাম 1,000 টাকা কমানো হয়েছে। এখন এটি মাত্র 11,999 টাকায় কিনতে পারা যাচ্ছে Flipkart থেকে। এখানে 5000mAh ব্যাটারি আছ। সঙ্গে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। যাঁরা বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন চান তাঁদের জন্য এটা ভীষণই উপযোগী।
Realme 10 Pro+
এই ফোনটির আসল দাম 25,999 টাকা হলেও এই সেলে এটি গ্রাহকরা মাত্র 24,999 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ এখানে 1,000 টাকার ছাড় মিলবে। 128 GB মডেলটি এই দামে পাওয়া যাচ্ছে। এখানে আছে MediaTek Dimensity 1080 প্রসেসর সহ 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে। আছে 5000mAh ব্যাটারি।
Nothing Phone 1 এবং Google Pixel 6A
এই ফোনটি এখন 27,999 টাকায় কেনা যাচ্ছে। অন্যদিকে 30,000 -এর বেশি দামের ফোন Pixel 6A মিলছে এখন মাত্র 28,999 টাকায়। যাঁরা ভাল ক্যামেরা যুক্ত 5G স্মার্টফোন চান তাঁদের জন্য এটা ভীষণই উপযোগী। এখানে একাধিক দুর্দান্ত ফিচার মিলবে।
iPhone 13
এই ফোনটির 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের আসল দাম 69,990 টাকা। কিন্তু এখন এই সেলে এটি মাত্র 59,999 টাকায় কেনা যাচ্ছে। অর্থাৎ এখানে প্রায় 10,000 টাকার ছাড় মিলবে। অন্যদিকে iPhone 14 কেনা যাচ্ছে 65,999 টাকায়।
OnePlus 10R
OnePlus 11R ফোনটির উপর অল্প ছাড় দেওয়া হয়েছে এই সেলে। এটি মাত্র 39,779 টাকায় কেনা যাচ্ছে। অন্যদিকে OnePlus 10R ফোনটি গ্রাহকরা 33,600 টাকায় কিনতে পারবেন। এখানে MediaTek Dimensity 8100 Max প্রসেসর আছে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile