digit zero1 awards

Flipkart Big Saving Days Sale শুরু হচ্ছে জলদিই! জানুন কোন ফোনে কত ছাড় মিলছে

Flipkart Big Saving Days Sale শুরু হচ্ছে জলদিই! জানুন কোন ফোনে কত ছাড় মিলছে
HIGHLIGHTS

Flipkart -এর Big Saving Days Sale শুরু হচ্ছে 16 ডিসেম্বর থেকে

যাঁরা Flipkart Plus -এর মেম্বার তাঁদের জন্য একদিন আগে থেকেই, অর্থাৎ আজ 15 ডিসেম্বর থেকেই এই সেল শুরু হয়ে গেল

এই সেলে গ্রাহকরা স্মার্টফোনের উপর দুর্দান্ত সব ছাড় পেতে চলেছেন

ভারতের জনপ্রিয় E-Commerce সাইট Flipkart এর তরফে ঘোষণা করে দেওয়া হল তাদের পরবর্তী সেলের কথা। Flipkart Big Saving Days Sale 2022 আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তবে যাঁরা Flipkart Plus এর মেম্বার তাঁদের জন্য একদিন আগে থেকে এই সেল শুরু হল, অর্থাৎ আজ, 15 ডিসেম্বর থেকে শুরু হল এই সেল। টানা 6 দিন চলবে এই সেল। ফলে গ্রাহকরা বেশ অনেকটাই সময় পেয়ে যাবেন ঠিক করার জন্য যে তাঁরা এই সেল থেকে কী কী কিনতে চান।

এই E-commerce সাইটের তরফে যে টিজার পেজ তৈরি করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে তারা নাকি বিভিন্ন স্মার্টফোনের উপর দুর্দান্ত ছাড় দিতে চলেছে। অর্থাৎ একাধিক ফোনের উপর এই সেলে দারুন ছাড় মিলবে। শুধু ফোন নয়, বিভিন্ন ধরনের ইলেকট্রিক প্রোডাক্টের উপরেই এই ছাড় মিলবে বলে জানা গিয়েছে। যাঁরা এই সেলে Axis Bank এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করবেন তাঁরা পেয়ে যাবেন আরও 5% ক্যাশব্যাক অফার।

তবে Flipkart এর তরফে এখনও জানানো হয়নি যে তাঁরা এই সেলে iPhone 13 এর উপর কোনও ছাড় দিতে চলেছেন কিনা। দিলেও সেটা কত। যদিও ফ্লিপকার্ট তাদের বিভিন্ন সেলেই আইফোনের উপর নানান ধরনের ছাড় দিয়ে থাকেন। কিছুদিন আগেই এই E-commerce সাইটে Black Friday Sale অনুষ্ঠিত হল সেখানে iPhone 13 এর উপর 4,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

iPhone 13

যাঁরা পুজোর সময় অনুষ্ঠিত হওয়া সেল থেকে কিছু কিনতে পারেননি তাঁরা এই সেল থেকে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। তবে হ্যাঁ, এটার কোনও গ্যারান্টি নেই যে এই সেলেও আইফোনের তরফে দুর্দান্ত অফার দেওয়া হবে। আইফোন 13 এর সব থেকে সেরা ছাড় মিলেছে ফ্লিপকার্ট এর দিওয়ালি সেলে। এই সেলে আইফোন 13 49,999 টাকাতেও কিনেছেন অনেকে।

টিজার পেজ থেকে জানা গিয়েছে Realme, Apple, Vivo, Poco সহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের উপর এই সেলে মিলবে দুর্দান্ত ছাড়। বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর এই সেলে 80% পর্যন্ত ছাড় মিলতে পারে, এই তালিকায় আছে ট্যাবলেট, মনিটর, প্রিন্টার, ইত্যাদি। টেলিভিশন, ইত্যাদির উপর মিলবে 75% ছাড়। কিছু প্রোডাক্টের উপর মিলবে কিছু সময় নির্দিষ্ট ছাড়।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo