digit zero1 awards

Flipkart বিগ বিলিয়ান ডে সেলের দারুন স্মার্টফোনে দারুন অফার হাজির

Flipkart বিগ বিলিয়ান ডে সেলের দারুন স্মার্টফোনে দারুন অফার হাজির
HIGHLIGHTS

আজকের এই সেলে আপনারা দারুন অফারে দারুন সব স্মার্টফোনের ডিল পাবেন

আমরা এখন প্রায়প্রতিদিনই আপনাদের জন্য অনলাইন পোর্টাল গুলির ফেস্টিভ সিজেনের সেরা ডিল নিয়ে হাজির হচ্ছি আর আজকেও তেমনি আমরা আপনাদের জন্য ফ্লিপকার্টের সেরা স্মার্টফোনের খবর নিয়ে এসেছি। আসুন সেগুলি একবার দেখে নেওয়া যাক। 

আজকের ফ্লিপ কার্ট বিগ বিলিয়ান ডে সেলে দারুন কিছু স্মার্টফোনের ওপরে দারুন অফার পাওয়া যাচ্ছে। আর আপনারা যদি একটি দারুন ফোনের দারুন অফারের জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলেন তবে আপনারা এই ফোন গুলির মধ্যে থেকে যে কোন ফোন সহজেই নিজের করতে পারবেন। আর শুধু তাই না এর সঙ্গে আমাদের নিজেদের পছন্দ জানাতে এখানে ক্লিক করুন। আর সেই ধরনের খবর আমরা আপনাদের কাছে ভবিষ্যতেও পৌঁছে দেব। আপতত এই সেরা স্মার্টফোন গুলির সেরা অফার একবার ভাল করে দেখে নেওয়া যাক।

Redmi Note 5 Pro 

এই রেডমির ফোনটি আজকের এই ফ্লিপকার্ট সেলে আপনারা মাত্র 12,999 টাকায় পাবেন। আর এই দামে আপনারা এর 64GB ভেরিয়েন্টটি পাবেন। আর এর আসল দামস সাইটে 14,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনের র‍্যাম 4GB । এখান থেকে কিনুন।

Honor 9N

এই হনারের ফোনটি আপনারা আজকের এই সেলে ফ্লিপকার্তে সাফায়ার ব্লু কালারে মাত্র 11,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 15,999 টাকা বলা হয়েছে। এই নচ যুক্ত ফোনটির 64GB স্টোরেজ আর 4GB র‍্যাম অপশান এই দামে কেনা যাচ্ছে। এখান থেকে কিনুন।

Asus Zenfone Max Pro M1

আসুসের এই ফোনের 4Gb র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা আজকের সেলে মাত্র 10,999 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে এই ফোনটি আপনারা ব্ল্যাক কালার অপশানে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Realme 2 Pro

এই রিয়েলমির ফোনটি আজকের সেলে আপনারা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে মাত্র 17,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 18,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি ব্লু ওসান কালার অপশানে কেনা যাবে। এখান থেকে কিনুন।

Nokia 5.1 Plus

এই নোকিয়া ফোনটি আপনারা আজকে 10,499 টাকায় কিনতে পারবেন আর এর পরে এই ফোনটি আপনারা 13,199 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটির র‍্যাম 3GB আর এই ফোনের স্টোরেজ 32GB। এখান থেকে কিনুন।

POCO F1

আজকে এই সাওমির পোকোফোনটি আপনারা এই সেলে মাত্র 20,999 টাকায় কিনতে পারবেন। আর এই সেলে এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি কেনা যাবে। এখান থেকে কিনুন।

Nokia 6.1 Plus

এই নোকিয়ার ফোনটি আপনারা আজকের সেল এমাত্র 14,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 17,600 টাকা বলা হয়েছে। আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাওয়া যাবে। এখান থেকে কিনুন।

Redmi 5A

এই রেডমি ফোনটি আপনারা আজকের সেলে মার 5,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটিতে 16GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 2GB র‍্যাম দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Honor 9 Lite

এই  হনারের ফোনটি আপনারা আজকের সেলে মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটির আসল দাম সাইটে 13,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনে আপনারা 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনটি আজকের সেলে সাফায়ার ব্লু কালারে কেনা যাবে। এখান থেকে কিনুন।

Honor 7A

আজকের সেলে এই ফোনটি আপনারা মাত্র 7,999 টাকায় নিজের করতে পারবেন। আর এর আসল দাম সাইটে 10,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটিতে 3GB র‍্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম বা অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে সাইটে দামের আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo