Flipkart Big Billion Days Sale 2023: শাওমি থেকে ওয়ানপ্লাস, স্যামসাং সবেতেই মিলবে দেদার ছাড়

Flipkart Big Billion Days Sale 2023: শাওমি থেকে ওয়ানপ্লাস, স্যামসাং সবেতেই মিলবে দেদার ছাড়
HIGHLIGHTS

Flipkart Big Billion Days Sale 2023 আগামী মাসেই শুরু হবে।

Big Billion Days Sale 2023 সেল 8 তারিখ থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে

Flipkart Big Billion Days Sale 2023 তে পাওয়া Smartphones Deals and Offer এর একটি লিস্ট তৈরি করা হয়েছে

দুর্গা পুজোর আগের শুরু হতে চলেছে Flipkart এবং Amazon সাইটে বড় ধামাকা সেল। Flipkart সাইটে আগামী মাসেই Big Billion Days Sale 2023 শুরু হবে। এই সেল 8 তারিখ থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে।

Flipkart Sale শুরু হওয়ার আগেই কোম্পানি ডিল এবং অফার প্রকাশ করে দিয়েছে। কোম্পানি সেলের আগেই তার সাইটে Smartphones Deals and Offer টিজ করা শুরু করে দিয়েছে। তবে বলে দি যে কোম্পানি এখনও স্মার্টফোনের অফার প্রাইসের বিষয় প্রকাশ করেনি।

আরও পড়ুন: মাত্র 6750 টাকায় কিনুন 28 হাজারের ফোন! Redmi Note 12 Pro 5G ফোনে ব্যাপক ছাড়

এই স্মার্টফোনগুলিতে পাবেন ডিসকাউন্ট

Flipkart Mega Sale শুরু হওয়ার আগে কোম্পানি একটি মাইক্রোসাইট বানিয়েছে, যেখানে আপনি সেই ফোনের লিস্ট আপডেট দেখতে পারবেন, যা Upcoming Sale এর ডিসকাউন্ট প্রাইস এবং অফারে কেনা যাবে।

Big Billion Days Sale 2023

ফ্লিপকার্ট সাইট অনুযায়ী, Flipkart Big Billion Days Sale 2023 তে পাওয়া স্মার্টফোন অফারের একটি লিস্ট তৈরি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক..

Nothing Phone 1, Samsung Galaxy Z Fold 5, Samsung Galaxy Z Flip 5, Google Pixel 7, Oppo Reno 10 Pro 5G, Samsung Galaxy F13, Moto G32, Vivo V29e, Poco M5, Realme 11x 5G, Infinix Hot 30 5G, Redmi Note 12, Realme 10 Pro 5G, Moto G14 এই ফোনে পাওয়া যাবে সেলে দেদার ছাড়।

Smartphones Deals and Offer

এছাড়াও, কোম্পানি সেই স্মার্টফোনগুলির একটি তালিকা প্রকাশ করেছে, যা এই Big Billion Days Sale 2023 চলাকলীন প্রথমবার বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে Motorola Edge 40 Neo, Vivo T2 Pro 5G, Pixel 8, Vivo V29 এবং Samsung Galaxy F34 5G এর মতো ফোন।

আরও পড়ুন: Samsung Galaxy A05 and A05s: 50MP ক্যামেরা সহ দুটি New Budget Phone লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo