Flipkart BBD Sale: সবচেয়ে দুর্দান্ত বাজেট ডিল! মাত্র 12,999 টাকায় মিলবে Nothing এর নতুন ফোন

Updated on 24-Sep-2024
HIGHLIGHTS

Flipkart এই সপ্তাহে 27 সেপ্টেম্বর থেকে Big Billion Days Sale শুরু করছে

সিএমএফ ফোন 1 ডিভাইসটি 1 জুলাই ভারতে 15,999 টাকার বাজেটে লঞ্চ করা হয়েছিল

ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেল চলাকালীন CMF Phone 1 ফোনটি কম দামে কেনা যাবে

টেক কোম্পানি Nothing এর সব-ব্র্যান্ড CMF ইনোভেটিভ ডিজাইন সহ বাজারে স্মার্টফোন অফার করছে। সম্প্রতি কোম্পানি নতুন ডিজাইন সহ CMF Phone 1 নামে একটি ডিভাইস লঞ্চ করেছে। এখন এই ডিভাইসটি দেদার ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। কোম্পানি এই স্মার্টফোনে দুর্দান্ত ডিল অফার করছে, যার পরে ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকট সস্তায় কেনা যাবে। বলে দি যে ই-কমার্স সাইট Flipkart এই সপ্তাহে Big Billion Days Sale শুরু করছে। ফ্লিপকার্ট সেলে এই ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হবে।

ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেল 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস মেম্বরদের জন্য এটি 26 সেপ্টেম্বর শুরু হয় যাবে। সেল চলকালীন আপনি ফ্লিপকার্ট থেকে সিএমএফ ফোন 1 ছাড়ের সাথে কিনতে পারবেন।

আরও পড়ুন: মাত্র 6499 টাকায় 50MP ক্যামেরা সহ লেটেস্ট Samsung স্মার্টফোন, অ্যামাজন সেলে ধামাকা অফার

কত দামে কেনা যাবে Nothing CMF Phone 1

সিএমএফ ফোন 1 ডিভাইসটি 1 জুলাই ভারতে 15,999 টাকার বাজেটে লঞ্চ করা হয়েছিল। তবে ফ্লিপকার্টে বিগ বিলিয়ান ডেজ সেল চলাকালীন মাত্র 12,999 টাকায় কেনা যাবে। যার মানে ফোনে 3000 টাকার ছাড় দেওয়া হবে।

সিএমএফ ফোন 1 ডিভাইসে স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে

ডিসপ্লের কথা বললে, এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.67-ইঞ্চির AMOLED স্ক্রিন সহ 2000 নিট পিক ব্রাইটনেস দেওয়া।

প্রসেসর হিসেবে স্মার্টফোনে MediaTek Dimensity 7300 চিপসেট অফার করা হয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের পিছনে 50MP মেইন সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 5W রিভার্স ওয়্যারড চার্জিং অপশন দেওয়া।

আরও পড়ুন: 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হবে Vivo X200 Ultra, থাকবে সবচেয়ে পাওয়ারফুল Snapdragon প্রসেসর

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :