6000mAh ব্যাটারি সহ Moto 5G ফোনে দেদার ছাড়, জানুন কোথায় মিলছে অফার

Updated on 27-Nov-2024
HIGHLIGHTS

মাত্র 15 হাজার টাকায় আপনি যদি কোনো 5G স্মার্টফোন কিনতে চান, তবে Moto G64 5G একটি ভাল বিকল্প হতে পারে

মোটোরোলা জি64 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকায় লিস্ট করা

মোটোরোলা জি64 5জি ফোনে পাওয়া যাবে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে

মাত্র 15 হাজার টাকায় আপনি যদি কোনো 5G স্মার্টফোন কিনতে চান, তবে Moto G64 5G একটি ভাল বিকল্প হতে পারে। বর্তমান সময় ই-কমার্স Flipkart সাইটে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি যদি মোটো জি64 5জি কিনবেন ভাবছেন তবে এটাই সুযোগ। আসুন মোটোরোলা জি64 5জি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Moto G64 5G ফোনের দাম কত ভারতে

মোটোরোলা জি64 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকায় লিস্ট করা। ব্যাঙ্ক অফারের সাথে মোটোরোলা ফোনটি AXIS Bank কার্ড পেমেন্টে 1000 টাকা আরও সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: Best gaming phones under 15000: হাই-পারফরম্যান্স সহ আসে এই 5 গেমিং স্মার্টফোন, কোনটি আপনার জন্য সেরা, জানুন

এছাড়া কোম্পানি আপনার পুরনো স্মার্টফোনে 14,450 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

মোটো জি64 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

মোটো জি64 5জি ফোনের ডিসপ্লে হিসেবে এতে 6.5-ইঞ্চির IPS LCD ফুল HD+ ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2400×1080 পিক্সেল রেজোলিউশন সহ আসে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 প্রসেসরে কাজ করে। এটি 8GB RAM এর সাথে পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা জি64 5জি ফোনে পাওয়া যাবে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 200 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর সস্তা রিচার্জ প্ল্যান, Jio, Airtel এর বাড়ল চিন্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :