Flipkart এ এখন চলছে Apple Day's Sale। আর এই সেলেই Apple এর বিভিন্ন প্রোডাক্টের উপর মিলছে আকর্ষণীয় ছাড়। তবে সব থেকে বেশি আর চোখ ধাঁধানো ছাড় মিলছে iPhone 12 এর উপর। সাধারণত Apple এর iPhone 12 এর দাম সাধারণ ভাবে 59,900 থেকে 64,900 টাকার মধ্যেই থাকে। কিন্তু এখন সেই একই ফোন মিলছে 48,999 টাকায়। সঙ্গে আছে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার, যার সাহায্যে আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করেও এই ফোন কিনতে পারবেন। তখন এই ফোনের দাম আরও কমে যাবে। অর্থাৎ 30 হাজার টাকার কমে পাবেন এই ফোন। দেখুন বিস্তারিত।
iPhone 12 এখন Flipkart Day's Sale এ দারুন কম দামে মিলছে। এই ফোন এখন 48,999 টাকায় মিলছে। এই দাম হচ্ছে iPhone 12 এর যে বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ সেটার দাম। কেউ যদি Federal ব্যাংকের কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন তাহলে তিনি পেয়ে যাবেন আরও 10% ছাড়। অর্থাৎ সেক্ষেত্রে আরও 1,500 টাকা কমবে। ফলে তখন এই ফোনের দাম কবে দাঁড়াবে 47,499 টাকা।
আর যদি কেউ এই ফোনে এক্সচেঞ্জ করে কিনতে চান সেখানেও পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। 17,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই নতুন ফোন কিনলে। তখন কোনও গ্রাহক কত টাকায় এই ফোন পাবেন বলুন তো? 29,999 টাকায়! iPhone তাও 5G সহ মাত্র 29,999 টাকায় যেন ভাবাই যায় না।
তবে শুধু iPhone 12 এর বেস মডেল নয়, অন্যান্য মডেলেও আকর্ষণীয় ছাড় মিলছে। 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম এখন Flipkart এ 53,999 টাকা। যেখানে এই ফোনের আসল দাম 64,900 টাকা। আর কেউ যদি অন্যান্য অফার নিয়ে এই ফোন কেনেন সেক্ষেত্রে দাম আরও বেশ অনেকটাই কমে যাবে। আর 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টটির আসল দাম 74,900 টাকা, সেখানে iPhone 12 এর এই মডেল এখন মাত্র 61,999 টাকায় মিলছে ফ্লিপকার্টে। সঙ্গে ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার মিলিয়ে ফোনটি 43 হাজার টাকাতেই কেনা যাবে।
6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই ফোনে গ্রাহকরা 12 মেগাপিক্সেলের দুটি রিয়ার এবং একটু ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার সাহায্যে 4K ভিডিও ডাউনলোড করা সম্ভব হবে। পাশাপাশি গ্রাহকরা এই ফোনে পাবেন A14 বায়োনিক চিপসেট। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। 2815mAh ব্যাটারি মিলবে। সঙ্গে থাকবে iOS 16 এর সাপোর্ট।