প্রথম সেলে REALME 5 য়ের 120,000 ইউনিট বিক্রি হল

Updated on 29-Aug-2019
HIGHLIGHTS

27 আগস্ট ফোনটি আবার বিক্রি করা হয়

আর এই ফোনটি প্রথম সেলে 30 মিনিটে আউট অফ দ্যা স্টক হয়ে গেছে

ফ্লিপকার্ট আর রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি তাদের নতুন ফোন Relame 5 বিক্রি করেছে। আর এই ফোনটি বিক্রির প্রথম দিনেই মাত্র 30 মিনিটে আউট অফ স্টক হয়ে গেছে। আর রিয়েলমি ইন্ডিয়ার CEO মাধব শেঠ টুইটার পোস্টে জানিয়েছেন যে এই ডিভাইসটি মানে Relame 5 য়ের প্রথম সেলের পরে এর 120,000 ইউনিট বিক্রি হয়েছে। আর 27 আগস্ট এই ফোনটি দ্বিতীয় বার এই ফোনটি রাত 8 টার সময়ে বিক্রি করা হয়। আর এই ফোনের পরবর্তী সেল 30 আগস্ট দুপুর 12টার সময়ে হবে। আর এই ফোনের প্রাথমিক দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে।

https://twitter.com/MadhavSheth1/status/1166264887997325312?ref_src=twsrc%5Etfw

Relame 5 ফোনটিতে স্পেক্সে যদি দেখি তবে এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে ক্রিস্টাল ডিজাইন আছে আর এই ফোনটিতে আপনারা ক্রিস্টাল ব্লু আর ক্রিস্টাল পার্পেল কালার ভেরিয়েন্টে পাবেন।

Relame 5, Realme 5 Pro ফোন দুটি কোয়াড ক্যামেরার সঙ্গে এসেছে। আর এই ফোনটি 240fps স্লোমোশান ভিডিও 190 ডিগ্রির ফিল্ড অফ ভিউ অফার করে। আর এই ফোনে আপনারা 12MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8MP র ওয়াইড ক্যামেরা আর 2MP র ম্যাক্রো আর একটি 2MP র পোট্রেড লেন্স পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে।

Relame 5 Pro ফোনটি ভারতে 13,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের এটি বেস ভেরিয়েন্টের দাম। আর সেখানে Relme 5 ফোনে আপনারা 9,999 টাকার প্রাথমিক দামে এর বেস ভেরিয়েন্টে কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা তিনটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন।

Connect On :