Xiaomi Mi Note 3 তে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার 6GB র্যামের সঙ্গে দেওয়া হয়েছে, এটি 128GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত
Xiaomi Mi Note 3 এর বিষয়ে একটি নতুন লিক সামনে এসেছে। এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটির একটি রেন্ডার লিক হয়েছে। এই রেন্ডারে এই ফোনটিকে ভাল করে দেখা যেতে পারে।
এই রেন্ডার ইমেজে Xiaomi Mi Note 3কে ডুয়াল কার্ভড ফ্রন্ট প্যানেলের সঙ্গে দেখা গেছে। এর সঙ্গে এও দেখা গেছে যে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এতে Mi 6 এর মতনই একটি ডুয়াল ক্যামেরাসেটআপ রেয়ার অংশে দেওয়া হয়েছে।
এছাড়া খবর পাওয়া গেছে যে Xiaomi Mi Note 3 তে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার 6GB র্যামের সঙ্গে থাকবে। এটি 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এতে 5.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 4000mAh এর ব্যাটারি আছে।