ভারতে Intex এর প্রথম 4G ফিচারফোন লঞ্চ হল

ভারতে Intex এর প্রথম 4G ফিচারফোন লঞ্চ হল
HIGHLIGHTS

কম দামের আরও 8 টি ফিচার ফোনও লঞ্চ করেছে

Intex ভারতে তাদের প্রথম 4G ফিচারফোন লঞ্চ করেছে। এছাড়া কোম্পানি 8 টি নতুন ফিচার ফোনও লঞ্চ করেছে। আর এই সব ফোন গুলির দাম 700 থেকে 1500 টাকার মধ্যে হবে। ইন্টেক্স টেকনলজি Turbo+4G লঞ্চ করার সঙ্গে 4G-VoLTE কেও এই গ্রুপে নিয়ে এসেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন
কোম্পানি 8টি নতুন ফোন নিয়ে এসেছে যার দাম 700 থেকে 1500 টাকার মধ্যে। সব ফিচার ফোন গুলিই নতুন সিরিজের অন্তর্গত করা হয়েছে। আর এটী কালো বা সাদা রঙে পাওয়া যাবে। Turbo+ 4G ফোন 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে যুক্ত। এতে 4 4G-VoLTE’র সঙ্গে 2000mAh এর ব্যাটারি, ডুয়াল-কোর প্রসেসার, 512MBর‍্যাম আর 4GB স্টোরেজ আছে। ফোনটি KaiOS সাপোর্টে চলে। এতে 32GB’র এক্সপেন্ডেবেল মেমারি আর 2MP’র রেয়ার ক্যামেরা আছে।

এছাড়া এই ফোনটি 2G সাপোর্ট ফোনকে Eco সিরিজ, Turbo সিরিজ আর Ultra সিরিজেও ভাগ করা হয়েছে। Eco সিরিজ Eco 102+, Eco 106+ আর Eco সেলফি মডেলে আসে। সব মডেলই 1.8 ইঞ্চির QQVGA ডিসপ্লে যুক্ত। ECO 102+ এ কারেন্সি জাচাইয়ের সুবিধা আছে। এই ডিভাইসটিতে 800mAh এর ব্যাটারি আর ওয়ারলেস FM আছে। Eco 106+ এ 1000mAh এর ব্যাটারি, ওয়ারলেস FM আর 32GB’র এক্সপেন্ডেবেল মেমারি আছে। এই দুটি মডেলে 500 কন্ট্যাক্টের মেমারি আছে।

আর Eco সেলফি তে ফ্ল্যাশের সঙ্গে ডুয়াল ক্যামেরা আছে। এই ফোনে 22টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। এটি GPRS/WAP সুবিধা যুক্ত, 1800 mah এর ব্যাটারি আর ফোনবুক মেমারিতে 1500 গুলি কন্ট্যাক্ট সেভ করা যায়।

Turbo সিরিজে Turbo Shine আর Turbo Selfie 18 ফোন গুলিও আছে। এই ফোনও ২২ টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। এই ফোনটির ডিসপ্লে 2.4 ইঞ্চি। এর ব্যাটারি 1400mAh এর। এই ফোনটি ওয়ারলেস FM আর 32GB মেমারি যুক্ত। Turbo Selfie 18 ফোনটিতে ফ্ল্যাশ যুক্ত ডুয়াল ক্যামেরা আর 1800mAh এর ব্যাটারি আছে।

আবার Ultra সিরিজে Ultra 2400+ আর Ultra সেলফি ফোন দুটি আছে। আল্ট্রা 2400+ এর ব্যাটারি 2400mAh এর। এর ডিসপ্লে 2.4 ইঞ্চির। আবার Ultra সেলফি ফোনে ডুয়াল ক্যামেরার সঙ্গে 2.8 2.8 ইঞ্চির ডিসপ্লে আর 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

Intex, high-end Lions G10 ফিচারের কথাও ঘোষণা করেছে। এই ডিভাইসে 2.4 ইঞ্চির ডিসপ্লে 1450mAh এর ব্যাটারি আর 64GB’ র এক্সপেন্ডেবেল মেমারি আছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo