স্যামসাং তাদের W2019 ফ্লিপ ফোন লঞ্চ করেছে, স্ন্যাপড্র্যাগন 845 আর ডুয়াল ক্যামেরা যুক্ত ফোন এটি

Updated on 12-Nov-2018
HIGHLIGHTS

অবশেষে স্যামসাং তাদের Samsung W2019 Flip Phone লঞ্চ করে দিয়েছে, আর এই ডিভাইসের দাম 18,999 টাকা আর এর মানে এই যে ভারতে এর দাম 1.9 লাখ টাকা

অবশেষে স্যামসাং তাদের Samsung W2019 Flip Phone লঞ্চ করে দিয়েছে। আর এই ডিভাইসের দাম 18,999 টাকা আর এর মানে এই যে ভারতে এর দাম 1.9 লাখ টাকা। আপনাদের স্যামসাং W2108 য়ের বিষয়ে নিশ্চই মনে আছে আর এই মোবাইল ফোনটি এই জেনারেশানের একটি নতুন মোবাইল ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া অন্যান্য বাজারে এই ফোনটি অন্য বাজারে লঞ্চ করা হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। আর আপনাদের বলে রাখি যে Samsung W2108 মোবাইল ফোনটি ভারতে লঞ্চ করা হয়নি, আর এর মানে এই যে এই মোবাইল ফোনটি মানে Samsung W2019 ও ভারতের বাজারে লঞ্চ করা হবেনা।

Samsung W2019 Flip Phone টির স্পেসিফিকেশান

আমরা জানি যে Samsung W2109, Samsung W2018 ফোনটির একটি আপগ্রেটেড ভার্সান আর এই নতুন ফোনটি কিছু নতুন ফিচার্স আর স্পেক্সের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। আর আপনারা নিশ্চই জানেন যে এই ফোনটি কিছু নতুন ফিচার্সের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর আপনাদের বলে রাখি যে এই নতুন স্যামসাং W2019 ফোনটি আপনারা একটি S-AMOLED ডিসপ্লের সঙ্গে পাবেন আর এটি একটি 4.2 ইঞ্চির FHD ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 1920×1080 পিক্সাল।

এই ফোনের একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি রেয়ার প্যানেলে আপনারা দুটি ক্যামেরা পাবেন আর এর ফ্রন্টে একটি ক্যামেরা  আছে। আর আপনারা এই ফোনে 12মেগাপিক্সালের প্রাইমারি আর সেকেন্ডারি ক্যামেরা পাবেন আর এছাড়া এই ফোনটি ডুয়াল LED ফ্ল্যাশ যুক্ত।

এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট দেওয়া হয়েছে আর এছাড়া

এই ফোনে আপনারা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে 6GB র‍্যাম আর 256Gb স্টোরেজ ভেরিয়েন্টেও লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের এই এই ভেরিয়েন্টের দাম এখনও জানা যায়নি। আর এই ফোনটিতে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট নেই। আর এই ফোনে একটি 3070mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo র সঙ্গে স্যামসাং এক্সপেরিয়েন্স UI তে চলে।

ভায়াঃ

Connect On :