Xiaomi Poco F1 য়ের দরকারি বৈশিষ্ট্য

Updated on 27-Aug-2018
HIGHLIGHTS

এখানে আমরা আপনাদের স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত স্মার্টফোনের কয়েকটি বৈশিষ্ট্য বলব

আপনারা সবাই জানেন যে Xiaomi তাদের সাব ব্র্যান্ড Poco ফোন ভারতে লঞ্চ করেছে। আর এই ডিভাইসটি বিশ্বের প্রথম ডিভাইস যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 য়ের সঙ্গে এসেছে। আসুন এবার এই ফোনের কিছু বৈশিষ্ট্য আপনাদের জানাই।

১। এই ফোনে ফ্ল্যাগশিপ প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845, 2.8GHz ক্লক স্পিডের  সঙ্গে দেওয়া হয়েছে। আর এই ফোনের প্রাথিমক দাম 20,999 টাকা। আর এর প্রথম সেলে এটি 1,000 টাকার ডিস্কাউন্টে কেনা যাবে।

২। লিকুইড কুলিং সিস্টেম ফোনকে ঠান্ডা রাখার জন্য কপার হিট সিঙ্ক ব্যাবহার করা হয়েছে। যা SoC থেকে জেনারেট হয়ে হিট হওয়া ফোনে ডিস্ট্রিবিউট করে। আর এই ভাবে আপনারা অনেক বেশি সময় ধরে গেমিং করতে পারবেন।

৩। লিকুইড কুলিং যুক্ত ডিভাইসে আপনারা গেমিং করলে তাড়াতাড়ি গরম হয়ে যায় আর তা 300% বেশি তাড়াতাড়ি হিট ডিস্ট্রিবিউট করে।

৪। ফোনের বাজেট দেখে Speed and durability র জন্য এর গ্লাস বডি নয় এটি পলিকার্বনেট বানানো হয়েছে।

৫। টেক্সচারের কারনে এর গ্রিপ ভাল আর হাত থেকে ফোনটি সহযে পরে যায়না।

৬। এই ফোনে একটি 6.18 ইঞ্চির নচ যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। নচ অফ করে এই ডিসপ্লের সাইজ কমানো যায়।

৭। এই ফোনের রেজিলিউশান যদি দেখি তবে দেখা যাবে যে এতে FHD+ ডিসপ্লে 2246X 1080 পিক্সালে দেওয়া হয়েছে।

৮। এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9 নয় বরং 18:7:9।

৯। এই ফোনে আপনারা আলাদা আলাদা ভেরিয়েন্ট পাবেন যেমন 8GB র‍্যাম আর 6GB র‍্যমাএর তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট।

১০। এই ফোনে 12MP+5MPর ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে এই ক্যামেরা AI ক্ষমতা যুক্ত।

১১। এই ফোনে একটি 20MPর ফ্রন্ট ক্যামেরা আছে।

১২। আর এছাড়া এই ফোনে নচও দেওয়া হয়েছে।

১৩। এই ফোনে ডুয়াল সিম স্লট আছে আর এই ডিভাইসে ডুয়াল VoLTE সাপোর্ট আছে।

১৪। এই ফোনে ডুয়াল সিম স্লট আছে তবে এটি হাইব্রিড সিম স্লট।

১৫। এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা কোয়াল্কমের কুইক চারজ 3.0 সাপোর্ট করে।

১৬। এই ফোনটি 4টি আলাদা আলাদা কালারে পাওয়া যাবে।

১৭। এই ডিভাইসটি 3 টি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে।

১৮। এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা। আর এই ফোনের 8GB র‍্যাম আর 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 28,999টাকা।

১৯। এই ডিভাইসটি 29 আগস্ট ফ্লিপকার্ট আর মি ডট কমে কেনা যাবে।

Connect On :