10 হাজার টাকার কম দামে Motorola 5G ফোনের আজ প্রথম সেল, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
Motorola কোম্পানির তরফে বাজেট সেগামেন্টে 5G স্মাটফোন Moto G35 5G সম্প্রতি লঞ্চ করা হয়েছিল
Flipkart থেকে এই স্মার্টফোনটি আজ 16 ডিসেম্বর প্রথমবার বিক্রি করা হবে
নতুন মোটো জি35 5জি ফোনের দাম 9999 টাকা রাখা হয়েছে
Motorola কোম্পানির তরফে বাজেট সেগামেন্টে 5G স্মাটফোন Moto G35 5G সম্প্রতি লঞ্চ করা হয়েছিল। অনলাইন শপিং সাইট Flipkart থেকে এই স্মার্টফোনটি আজ 16 ডিসেম্বর প্রথমবার বিক্রি করা হবে। 10 হাজার টাকার কম দামে মোটো জি35 5জি ফোনটি এই সেগামেন্টের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক নতুন মোটো জি35 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Motorola Moto G35 5G ফোনের ভারতে আজ প্রথম সেল
নতুন মোটো জি35 5জি ফোনের দাম 9999 টাকা রাখা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ফোনটি তিনটি মিডনাইট ব্ল্যাক, লিফ গ্রিন এবং গুয়াভা রেড কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: BSNL এর 84 দিনের সস্তা রিচার্জ প্ল্যানের আগে Jio, Airtel ফেল, 252GB ডেটা সহ মিলবে একগুচ্ছ সুবিধা
A phone that matches your personality is here! #MotoG35 5G stands out with its premium vegan leather finish in two gorgeous Pantone shades: Leaf Green & Guava Red. At just 7.9mm slim & a lightweight 185g, it’s the ultimate mix of style & comfort.
— Motorola India (@motorolaindia) December 15, 2024
Sale starts 16th Dec.#ExtraaHai
গ্রাহকরা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন।
মোটো জি35 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনে 6.72-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এতে 1000 নিটস পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনে Unisoc T760 প্রসেসরে অফার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে রিয়ারে 50MP প্রাইমারি এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সহ ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটি 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনটি 20W চার্জিং স্পিড সহ 5000mAh ব্যাটারি সহ আসে।
আরও পড়ুন: iQOO আনছে 7000mAh ব্যাটারি সহ নতুন ফোন, শক্তিশালী প্রসেসর সহ হতে পারে লঞ্চ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile