10,000 টাকার কম দামে সবচেয়ে ফাস্ট 5G ফোন লঞ্চ করল Moto, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
Motorola কোম্পানি ভারতে তার নতুন G-Series এর স্মার্টফোন Moto G35 5G লঞ্চ করেছে
মোটোরোলা দাবি করেছে যে 10 হাজার টাকার সেগামেন্টে মোটো জি35 5জি সবচেয়ে ফাস্ট স্মার্টফোন
পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 অক্টা-কোর প্রসেসরে কাজ করবে
Motorola কোম্পানি ভারতে তার নতুন G-Series এর স্মার্টফোন Moto G35 5G লঞ্চ করেছে। মোটো জি35 5জি ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। মোটোরোলা দাবি করেছে যে 10 হাজার টাকার সেগামেন্টে মোটো জি35 5জি সবচেয়ে ফাস্ট স্মার্টফোন। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার সহ এই সস্তা 5জি ফোনে দাম এবং স্পেসিফিকেশন বিষয় জেনে নেওয়া যাক।
ভারতে Moto G35 5G ফোনের দাম কত
মোটো জি35 5জি ফোন ভারতে 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ আনা হয়েছে। মোটো জি35 5জি ফোনের দাম 9999 টাকা। এই সস্তা 5G ফোনটি ই-কমার্স সাইট Flipkart সহ রিটল স্টোর থেকেকেনা যাবে। মোটো জি35 5জি ফোনটি Guava Red, Leaf Green এবং Midnight Black কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: 18 হাজার টাকা দাম কমল 64MP ক্যামেরা সহ Google Pixel এর নতুন ফোনের, জেনে নিন নতুন দাম কত
মোটো জি35 5জি স্পেফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনটি 6.72-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPS LCD প্যানেল তৈরি করা। এটি 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 অক্টা-কোর প্রসেসরে কাজ করবে। গ্রাফিক্সের জন্য ফোনে Mali G57 MC4 GPU পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি35 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের পিছনে 50MP মেইন সেন্সর পাওয়া যাবে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড ফিক্সড ফোকস লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মোটো জি35 ফোন 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে দুর্দান্ত 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে ফোনে 20W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile