এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, এই স্মার্টফোনে 3000mAh এর ব্যাটারি আর অ্যান্ড্রয়েড নৌগাট আছে
Oppo এবছর জুনে চিনে R11 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। বিগত বেশ কিছু সময় ধরে গুজব শোনা যাচ্ছিল যে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে। তবে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের সময় ভেতরের সুত্র থেকে জানা গেছে যে এই ফোনটি ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি Oppo R9 এর জায়গা নিয়েছিল। আর চিনে এর দাম প্রায় 3233 Yuan (Rs 29,702 প্রায়)।
Oppo R11 ফোনটিতে 5.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে যা 1920 x 1080 পিক্সাল রেইলিউশান যুক্ত। এই ফোনটি কোয়াল্কমের লেটেস্ট স্ন্যাপড্র্যাগন 660 প্ল্যাটফর্ম, 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই ফোনটিতে 20MP + 16MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে যা 2x অপ্টিকাল জুম সাপোর্ট করে। এই ফোনটিতে 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।
এই ফোনটির বৈশিষ্ট্য এই যে এতে দুটি সিম স্লটই VoLTE সাপোর্ট করে। কোয়াল্কম সম্প্রতি তাদের 'MT6739' চিপস্টেক নিয়ে এসেছে যা ডুয়াল VoLTE সাপোর্ট করে আর ডুয়াল সিম স্ট্যান্ডবাই (DSDS) এর সঙ্গে 4G+4G (L+L) আর 4G+3G (L+W) অফার করে।
Oppo R11 ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এটি অ্যান্ড্রয়েড 7.1 নোউগাটের সঙ্গে কোম্পানির ColorOS এ চলে। এই স্মার্টফোনটি চিনে গোল্ড, রোজ গোল্ড আর ব্ল্যাক কালার অপশানে লঞ্চ করা হয়েছিল। আমরা Oppo R11 এর ফার্স্ট ইম্প্রেশানেও বলেছিলাম যে এই স্মার্টফোনটি ব্যাক থেকে অনেকাংশে OnePlus 5 এর মতন দেখতে। এই ডিভাইসটিতে একটি ডিসেন্ট ডিসপ্লে আছে।