এন্ট্রি লেভেল ফোন NOKIA TA-1182 আরও একবার FCC তে দেখা গেছে

এন্ট্রি লেভেল ফোন NOKIA TA-1182 আরও একবার FCC তে দেখা গেছে
HIGHLIGHTS

খুব তাড়াতাড়ি Nokia TA-1182 লঞ্চ হতে পারে

Nokia 4.2 ভারতে এসে গেছে

Nokia TA-1182 US তে Nokia 4.2 নামে লঞ্চ হতে পারে

আরও একটি আপকামিং নোকিয়া ফোন TA-1182 মডেল নম্বরের সঙ্গে SIG আর Wifi অ্যালাউন্স সার্টিফিকেশান পেয়েছে আর এবার এই ডিভাইসটি FCC তে দেখা গেছে আর এর পর মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে/ আর সার্টিফিকেশান সাইট অনুসারে TA-1182 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 429 তাড়াতাড়ি লঞ্চ করা হবে। আর এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি থাকবে আর এটির ডায়মেনশান 161.24 x 76.24 x 178.36mm হবে। আর Nokia TA-1182 র HS-34 হেডসেটের সঙ্গে লঞ্চ করা হবে।

রিপোর্ট অনুসারে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 9 পাই, ব্লুটুথ 5.0 LE, WiFi b/g/n আর GPS কানেক্টিভিটি আসতে পারে। আর এই ডিভাইসে 6ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। FCC র পাব্লিশ করা ব্লক ডায়াগ্রাম থেকে জানা গেছে যে এই ডিভাইসে US বাজারে লঞ্চ করা Nokia 3.2 ডিভাইস হবে। আর Nokia 3.2 ফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে Nokia 4.2 র সঙ্গে লঞ্চ করা হয়েছিল।

এর আগের বেশ কিছু রিপোর্ট অনুসারে পরবর্তী স্মার্টফোন ডিটেল জানা গেছে। আর পরবর্তী Nokia TA-1182 আর TA-1153 সস্তার মোবাইল ফোন হবে আর তা তাড়াতাড়ি আসতে পারে।

Nokia তাদের পোর্টফোলিও বারানোর জন্য টানা নতুন নতুন এন্ট্রি লেভেল ডিভাইস লঞ্চ করছে। আর এই পরবর্তী ফোনটি লঞ্চের আগে ডিভাইসের বিষয়ে বাকি খবরও জানা যেতে পারে।

সোর্সঃ ভায়াঃ

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo