Energizer Power Max K18 Pro স্মার্টফোন 18,000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে!

Energizer Power Max K18 Pro স্মার্টফোন 18,000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে!
HIGHLIGHTS

MWC 2019 য়ের সময়ে Energizer তাদের 26টি নতুন ফোন লঞ্চ করতে পারে, আর এই সময়ে আপনারা Energizer Power Max K18 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে যা 18,000mAh য়ের ব্যাটারির সঙ্গে আসবে

Energizer এই মাসে বার্সেলোনাতে অনুষ্ঠিত হতে চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) 2019 য়ে তাদের 26টি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। আর এই ইভেন্টে কোম্পানি বেশ কিছু ফোন নিয়ে আসতে অয়ারে যার মধ্যে Energizer Ultimate U620S, U620S Pop, U630S Pop, U650S আর U570S য়ের মতন ফোন থাকতে পারে। আর আশা করা হচ্ছে যে কোম্পানি 18,000mAh য়ের ক্যাপাসেটি যুক্ত ব্যাটারির সঙ্গে তাদের Power Max ফোনটি লঞ্চ করতে পারে।

গত বছর Energize Power Max P16K Pro ফোনটিকে MWC 2018 ইভেন্টে 16,000mAh য়ের ব্যাটারির সঙ্গে নিয়ে এসেছিল। আর এই জন্য বলা হচ্ছে জে পরবর্তী ফোনটি 18,000mAh য়ের সঙ্গে Power Max P16K Pro য়ের নেক্সট জেনারেশান স্মার্টফোন আসবে। আর গুজব অনুসারে এই ফোনটি Energizer Power Max P18K Pro নামে আনা হতে পারে। আর এই ফোনের অন্য স্পেক্স এখনও জানা যায়নি।

পরবর্তী Energizer Ultimate U620S Pop আর U630S Pop য়ের ডুয়াল সেলফি পপ আপ ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হতে পারে যা 16 আর 2মেগাপিক্সালের ক্যামেরা কম্বিনেশানে আর এই U620S আর U630S ফোন যথাক্রমে 6.2 ইঞ্চির FHD+আর 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত হবে।

Ultimate U620S Pop স্মার্টফোনে 16+5+2 মেগাপিক্সালের ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকবে আর এটি হেলিও P70 আর 6GB র‍্যামের সঙ্গে আসবে। আর এছাড়া এই ডিভাইসে 128GB স্টোরেজ আর 3,200mAH য়ের ব্যাটারি থাকতে পারে। আর আমরা যদি Ultimate U630S Pop ডিভাইসটি দেখি তবে এটি 16+2 মেগাপিক্সালের ডুয়াল রেয়ায়র ক্যামেরা দেবে। আর এই ডিভাইসে হেলিও P22, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজা র 3,500mAH ব্যাটারি থাকতে পারে।

Ultimate U620S স্মার্টফোনটি U620 Pop  য়ের ছোট মডেল আর এটি 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে আসবে। Ultimate U620S ফোনে মিডিয়াটেক MT6765 SoC, 4GB র‍্যাম আর 64GB স্টোরজের সঙ্গে 4,000mAh য়ের ব্যাটারি পাওয়া যাবে।

Ultimate U650S ফোনে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে হেলিও P22, 4GB র‍্যাম আর 3,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর অপ্টিক্সের বিষয়ে যদি বলি তবে এই ডিভাইসে 16+2 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ আর 16মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হবে আর এই ডিভাইসে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

Ultimate U5570Sv ফোনে 5.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি একটি HD+ ডিপ্লে হবে যার ওপরে নচ দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে কোয়াড কোর প্রসেসার আর 3,000mAh য়ের ব্যাটারি দেওয়া হতে পারে। এই ডিভাইসে 16+2 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা, 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আর 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

ভায়াঃ

Digit.in
Logo
Digit.in
Logo