জিও খুব তাড়াতাড়ি গুগল আর মিডিয়াটেকের সঙ্গে একসঙ্গে সস্তার অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) স্মার্টফোন নিয়ে আসবে
এই নতুন ডিভাইসটির মাধ্যমে কোম্পানি একটি বাজেট ডিভাইসে অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা দিতে চায়
রিলায়েন্স জিও খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) এর ওপর নির্ভরশীল একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসবে। এই বিষয়টি মিডিয়াটেক একটি হেড অফ মোবাইলস TL Lee একটি ইভেন্টের সময় এই কথা জানিয়েছে। এই ডিভাইসটি কোম্পানির লেটেস্ট চিপসেট MT 6739 যুক্ত হবে আর এটি অ্যান্ড্রয়েড ওরিওর হাল্কা ভার্সান গো এডিশানের ওপর নির্ভরশীল হবে। অ্যামাজনের সেরা হেডফোন
এই স্মার্টফোনটির বিষয়ে আপাতত আর অন্য কোন খবর পাওয়া যায়নি। তবে মিডিয়াটেক এই অ্যান্ড্রয়েড (গো এডিশান) স্মার্টফোনটির কিছু স্যাম্পেল স্পেক্সের বিষয়ে জানিয়েছে। হাল্কা অ্যাপসের সঙ্গে ফোনটিতে 512MB থেকে 1GB অব্দির র্যাম থাকবে। জিওর এই স্মার্টফোনটিতে 4GB বা 8GB’র ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
এই নতুন মিডিয়াটেক প্রসেসারে HD+ আর FWVGA ডিসপ্লেও সাপোর্ট করতে পারে। এই ফোনের দাম কম হবে যাতে বাজারে উপস্থিত Micromax Bharat 2 Ultra, Airtel Karbonn A40 Indian’র মতন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এই জিও স্মার্টফোনটিতে 13MP + 8MP’র ক্যামেরার সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ আর GPS এর মতন ফিচার্সও থাকতে পারে।