digit zero1 awards

Xiaomi Redmi Note 5 এর লিক ইমেজে 18:9 ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 625 SoC দেখা গেছে

Xiaomi Redmi Note 5 এর লিক ইমেজে 18:9 ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 625 SoC দেখা গেছে
HIGHLIGHTS

লিক ছবি থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটি 4000mAh এর ব্যাটারি, 12MP’র রেয়ার ক্যামেরা, 64GB স্টোরেজ আর নৌগাট আধারিত MIUI 9 যুক্ত

সাওমি তাড়াতাড়ি তাদের Redmi Note 5 স্মার্টফোনটি নিয়ে আসতে পারে। একজন ভিভো ইউজার এই ফোনটির ছবি পোস্ট করেছিল, যা থেকে অনুমান করা হয় যে এই স্মার্টফোনটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে যুক্ত হবে। 

লিক ছবি অনুসারে এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি, 12MP’র রেয়ার ক্যামেরা, 64GB স্টোরেজ থাকবে। এই স্মার্টফোনটিতে 5.99- ইঞ্চির ফুল FHD+ স্ক্রিন আর 2160 x 1080পিক্সাল রেজিলিউশান যুক্ত।এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাটের MIUI 9  এ চলবে। এই লিক থেকে এও জানা গেছে যে এই স্মার্টফোনটি স্ন্যাপড্র্যাগন 625 SoC যুক্ত। অবশ্য এই স্পেসিফিকেশান গুলি চিনের সার্টিফিকেশান ওয়েবসাইট TENNA এ দেখা যায়নি।

সাওমি খুব তাড়াতাড়ি ভারতে Redmi Note 5  লঞ্চ করতে পারে। এই বছর জানুয়ারিতে লনহচ হওয়া Redmi Note 4 ফোনটি দেশে ভাল জনপ্রিয় হয়েছে। কোম্পানি আগস্ট মাসে বলেছিল যে ভারতে এই ডিভাইসটির ৫ মিলিয়ান ইউনিট বিক্রি হয়েছে। সম্প্রতি আসা IDC রিপোর্ট অনুসারে শাওমী ভাড়তে দ্রুততার সঙ্গে বৃদ্ধি প্রাপ্ত ব্র্যান্ড। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo