কার্ভ স্মার্টফোন আনার চেষ্টায় আছে Doogee

Updated on 19-Nov-2017
HIGHLIGHTS

Doogee’র নতুন স্মার্টফোন 6GB র্যা ম আর 128GB স্টোরেজ যুক্ত হবে

কয়েক বছর আগে এলজি আর স্যামসং কিছু নতুন করার ইচ্ছে নিয়ে কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন নিয়ে আসে। স্যামসং গ্যালাক্সি রাউন্ডের মাধ্যমে এটি নিয়ে আসে, যার ভার্টিকাল অ্যাক্সিসে কার্ভ স্ক্রিন ছিল। এলজি তাদের LG G Flex এর দ্বিতীয় জেনারেশান নিয়ে আসে, একটি স্মার্টফোনে হরাইজেন্টাল অ্যাক্সিস কার্ভ ছিল যা এত ফ্লেক্সিবাল ছিল যে পকেটে রাখলে ফ্ল্যাট হয়ে যেত। আর পরে আবার কার্ভ হয়ে যেত।

একটি সাম্প্রতিক তম রিপোর্টে ওয়ান প্লাস কিছু ছবি টুইট করেছে, এই টুইট থেকে আন্দাজ করা যাচ্ছে যে Doogee কার্ভস্ক্রিন স্মার্টফোন বানানোর চেষ্টায় আছে।

এই স্মার্টফোনটির ডিসপ্লে 18.5:9 অ্যাস্পেক্ট রেশিওর হবে। এই ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ থাকবে। টুইটের সঙ্গে যুক্ত ২টি ছবিতে Doogee ব্র্যান্ডের ফ্লেক্সিবেল ডিসপ্লে দেখানো হয়েছে। আপনার কি মনে হয় যে LG G Flex  এর মতন ঘুরে যাওয়া ডিসপ্লে যুক্ত স্মার্টফোন থাকা দরকার?

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Connect On :