Detel D1 ফিচার ফোন লঞ্চ হল, দাম Rs 299

Detel D1 ফিচার ফোন লঞ্চ হল, দাম Rs 299
HIGHLIGHTS

Detel D1 ফিচার ফোন, জিওর ফিচারফোনকে প্রতিযোগিতায় ফেলতে পারে

ভারতীয় বাজারে একটি নতুন আর খুব সস্তার ফিচার ফোন Detel D1 লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম Rs 299। এই ফোনটিকে Detel India নিয়ে এসেছে।

এই ফোনটির ফিচার কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 1.44-ইঞ্চির মোনোক্রোম ডিসপ্লে আছে। এই ফোনটিতে সিঙ্গেল সিম স্লট আছে। এটি 650mAh ব্যাটারি যুক্ত। এই ফোনটিতে টর্চ লাইটও আছে। এই ফোনটিতে ফোনবুকের মতন ফিচার্স আছে।

এন্টারটেনমেন্টের জন্য এই ফোনে FM রেডিও দেওয়া হয়েছে। এই ফোনটি স্পিকার যুক্ত আর এতে ভাইব্রেশান মোডও দেওয়া হয়েছে।

তবে আপনাদের বলে রাখি যে এই ফোনটির প্রতিযোগিতা জিওর ফিচার ফোন জিওফোনের সঙ্গে হবে। তবে জিওফোন একটি 4G VoLTE ফোন। আর এর সঙ্গে এও বলে রাখি যে জিওফোন ফ্রি ফোন, তবে সিকিউরিটির জন্য ইউজার্সকে এই ফোনের জন্য Rs 1500 জমা করতে হবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo