LG V20’র ওপর আজ অ্যামাজন Rs 23,579’র ছাড় দিচ্ছে
এই স্মার্টফোনটি ভারতে Rs 54,999 দামে লঞ্চ করা হয়েছিল
LG স্মার্টফোন LG V20 কেনার জন্য এটাই সব থেকে ভাল সুযোগ। এই স্মার্টফোনটি ভারতে Rs 54,999 দামে লঞ্চ করা হয়েছিল। এবার অ্যামাজন এই স্মার্টফোনটি মাত্র Rs 31,420 তে কেনা যাচ্ছে।
আমেজান থেকে 31,445 টাকায় কিনুন LG V20 LGH990DS (Pink)
এই ডিভাইসটি অ্যামাজনে Rs 23,579 ‘র দাম কমের অফার দিচ্ছে। এই ফোনটির সঙ্গে B&O প্লে ইয়ারফোনটি দেওয়া হয়। এই ডিভাইসে ডুয়াল ডিসপ্লে দেওয়া হয়েছে, এর একটি ডিসপ্লে 5.7-ইঞ্চির QHD যুক্ত। এর রেজিলিউশন 2560×1440 পিক্সাল আর এর অন্য ডিসপ্লেটি 2.1-ইঞ্চির।
এর রেজিলিউশন 160×1040 পিক্সাল। এই ফোনটি কোয়াড-কোর স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার যুক্ত। এর সঙ্গে এতে 530 GPU আর 4GB’র র্যাম দেওয়া হয়েছে। এটি 64GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত। স্টোরেজকে 2TB অব্দি বাড়ানো যায়।
এই ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা যদি দেখা যায় তবে দেকাহ যাবে যে এতে 16 মেগাপিক্সালের একটি ক্যামেরা আছে ও অন্য ক্যামেরাটি 8 মেগাপিক্সালের। এই ফোনটিতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এতে USB টাইপ C পোর্ট আছে। এর ব্যাটারি 3200mAh এর।
আমেজান থেকে 31,445 টাকায় কিনুন LG V20 LGH990DS (Pink)