LG G6 অ্যামাজনে Rs 9,000 ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে

Updated on 26-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি ভারতে Rs 51,990 দামে লঞ্চ করা হয়েছিল

আপনি কি LG’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G6 কিনবেন বলে ভাবছেন। তবে এবার এই ফোনটি কেনার জন্য আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। এইস স্মার্টফোনটি ভারতে Rs 51,990 দামে লঞ্চ করা হয়েছিল। এবার এই স্মার্টফোনটি অ্যামাজন থেকে Rs 42,999 তে কিনতে পারা যাচ্ছে।

LG’র এই ডিভাইসে 5.7 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসের স্ক্রিনের অ্যাস্পেক্ট রেসিয়ো 18:9  আর এর রেজিলিউশন 2880 x 1440p। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে।

আরও দেখুনঃ Vertu নিয়ে এল বিশ্বের সবথেকে দামি ফিচার ফোন

এই ডিভাইসের র‍্যাম 4GB’র আর স্টোরেজের জন্য এতে 32 GB আর  64GB’র অপশন দেওয়া হয়েছে, যা  2TB অব্দি বাড়ানো যায়। এই ডিভাইসে 13 মেগাপিক্সালের ক্যামেরা আছে।

এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.0  নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এছাড়া এতে গুগলের অ্যাসিস্টেন্স ফিচারও আছে।

এই ডিভাইসটিতে 3300mAh এর ব্যাটারি আছে যা কুইক চার্জ 3.0 সাপোর্ট করে। ব্যাটারি সুরক্ষিত রাখার জন্য LG এই ডিভাইসে হিট পাওয়ার ইন্সটল করেছে যে থার্মাল কানেক্টার দিয়ে তৈরি হয়েছে।

আরও দেখুনঃ Xiaomi Mi Max 2 জুলাইতে ভারতে লঞ্চ হতে পারে

সোর্সঃ

Connect On :