কানাডা বেসড কোম্পানি DataWind এবার টেলিকম বাজারেও আসতে চলেছে. DataWind ভারতীয় টেলিকম বাজারে Rs.100 কোটির বিনিয়োগ করবে. DataWind লাইসেন্সের জন্যও অ্যাপলাই করে দিয়েছে. DataWind ইউযার্সদের Rs. 200তে এক একবছর ইন্টারনেট দিতে চায়. অর্থাত এই যে কোম্পানি মাত্র Rs. 17 তে এক মাসের জন্য ইন্টারনেট দেবে.
এখনও অব্দি DataWind ভারতে একটি কম দামি ট্যাবলেট বানানোর কোম্পানি হিসাবে পরিচিত. কোম্পানি টেলিকম লাইসেন্সের জন্য অ্যাপলাইও করে দিয়েছে. কিন্তু DataWind কোন উপস্থিত টেলিকম কোম্পানির সঙ্গে পার্টনারশিপেই ইউযার্সদের টেলিকম পরিষেবা দিতে পারবে.
আপনাদের জানিয়ে রাখি যে, যদি DataWind এরকম করতে সফল হয় তবে তা Jio কেও মত দিয়ে দেবে. আপাতত Jio টেলিকম বাজারে তাদের সস্তা ইন্টারনেট পরিষেবার জন্য বাজারে হৈচৈ ফেলে রেখেছে. প্রায় 6 মাসের জন্য Jio ইউযার্সদের ফ্রি 4G ইন্টারনেটের সুবিধা দিয়েছে. তবে এবার 31মার্চ 2017 থেকে Jio র ফ্রি পরিষেবা গুলি শেষ হয়ে যাবে.