ডাটাউইন্ড ভারতে তাদের নতুন স্মার্টফোন DataWind MoreGMax 3G6 লঞ্চ করেছে. এই ফোনের সবথেকে ভাল বৈশিষ্ট্য হল এই যে, এই ফোনটি এক বছর অব্দি ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসের সঙ্গে এসেছে. কোম্পানি এই ডিভাইসটি প্রমোট করার জন্য এই অফারটি দিয়েছে.
ডাটাউইন্ড এই হ্যান্ডসেটে ফোনফ্যাব্লেট এর জন্য লঞ্চ করছে. এই ডিভাইসের দাম Rs.5,999 রাখা হয়েছে. এই ফোনটি কেনার জন্য কবে থেকে বাজারে পাওয়া যাবে তানিয়ে কোম্পানি কোন খবর দেয়নি.
কানাডার কোম্পানি ডাটাউইন্ড এক বছর অব্দি ইন্টারনেট অফার দেওয়ার জন্য রিলায়েন্সের সঙ্গে পার্টনারশিপ করেছে. ফ্রি ইন্টারনেট ইউযার্সদের জন্য ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে উপস্থিত থাকবে. কোম্পানি জানিয়েছে যে, ইন্টারনেট অ্যাক্সেস এর জন্য ইউযার্সদের কোন ডাটা প্ল্যান মান্থলি নেওয়ার দরকার হবে না.
এই ফ্রি ইন্টারনেট প্ল্যানে আপনি UbiSurfer এর মাধ্যমেই সার্ফিং করতে পারবেন আর এই ব্রাউজারে অডিও আর ভিডিও স্ট্রিমিং আর লোকাল ডাউনলোড হবে না. এর জন্য ইউযার্সদের আলাদা টপ আপ প্ল্যান নিতে হবে।
এই ডিভাইসে 6 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসে 1.3GHz কোয়াড কোর প্রসেসারের সঙ্গে 1GB র্যাম আছে. এই ফোনটিতে 8GB ইন্টারনাল স্টোরেজ আছে. এছাড়া এই ডিভাইসটিতে GPRS/EDGE, 3G, ব্লুটুথ Wi-Fi আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে. এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 8 মেগাপিক্সালের আর ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের.