CORONAVIRUS য়ের প্রভাব স্মার্টফোন বাজারেও!
শিপমেন্টে দেরি হতে পারে
ম্যানুফ্যাকচারিং কম হতে পারে
চিনে করোনাভাইরাসের অ্যাটাক যে চিনকে মহা বিপদে ফেলছে তা আমরা সবাই জানি। আর এবার চিনের স্মার্টফোন বাজারেও এই Coronavirus য়ের করাল থাবা প্রভাব ফেলেছে। অ্যাপেল, শাওমি, স্যামসাং বা ফেসবুকের মতন বড় জায়েন্টরা এই ভাইরাসের কারনে ব্যবসায়িক সমস্যায় পরেছে।
The Economic Times য়ের একটি রিপোর্ট অনুসারে শাওমি ইন্ডিয়ার স্পোকপার্স্ন বলেছেন যে যদি চিনে ভাইরাসের জন্য এই ভাবে বন্ধ হয় তবে এই কোম্পানির ওপরে প্রভাব পরবে।
তাইওয়ানের ব্র্যনাড আসুস বলেছে যে করোনাভাইরাসের কারনে সাপালি চেনে সমস্যা দেখা গেছে কারন RPG Phone II মডেল অস্থায়ী সমস্যার স্মুখিন হতে পারে।
অ্যাপেলের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে চিনের কোম্পানির বড় সমস্যা দেখা যেতে পারে। স্মভত এই Coronavirus য়ের কারনে AirPods য়ের শিপমেন্টে সমস্যা দেখা যেতে পারে।
গুজব অনুসারে অ্যাপেল মার্চ মাসে তাদের সস্তার ফোন iPhone 9 নামে লঞ্চ করতে পারে। আর কিছু রিপোর্ট অনুসারে করোনাভাইরসের ফলে সাপ্লাই চেনে গভীর প্রভাব দেখা যেতে পারে।
শাওমির সাব ব্র্যান্ড Poco X2 সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। আর লঞ্চের স্ম্যহে কোম্পানি বলেছিল যে ভারতে বিক্রির জন্য কোম্পানির কাছে এক মাসের স্টক আছে। আর যদি করোনাভাইরাসের প্রভাব দীর্ঘ স্থায়ী হয় তবে Poco X2 র স্টক শেষ হলে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন।
শুধু যে স্মার্টফ তা না সঙ্গে টিভি প্রোডাক্টও এই প্রভাবে প্রভাবিত আর এর জন্য LCD TV প্যানেলের দাম বাড়তে পারে।
ফেসবুকের Oculus VR headset য়ের প্রোডাকশানেও দেরি হতে পারে।
আর গত সপ্তাহে অ্যাপেল 9 ফেব্রুয়ারি তাদের স্টোর্স আর অফিস বন্ধ করার কথা জনিয়েছে। আর এবার মনে হচ্ছে যে চিনের কোম্পানি তাদের দোকান আর অফিস বন্ধ করতে পারে।