এখানে গ্রাহকরা Coolpad এর প্রোডাক্ট কেনার আগে তা ব্যবহার করে দেখতে পারবে
চিনের স্মার্টফোন তৈরির কোম্পানি Coolpad ভারতের রাজধানী দিল্লিতে তাদের প্রথম এক্সপিরিয়েন্স জোন প্লাস সার্ভিস সেন্টার খুলেছে। এখানে গ্রাহকরা Coolpad এর প্রোডাক্ট কেনার আগে ব্যবহার করে দেখতে পারবে। এই এক্সপিরিয়েন্স জোন জনকপুরির Westend Mall এ খোলা হয়েছে। আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন
Coolpad আগামী কয়েক মাসের মধ্যে ভারতে আরও 6টি এক্সপিরিয়েন্স জোণ লঞ্চ করবে। আর কোম্পানি এর জন্য 'MARS E-Service' কে নিজেদের পার্টনার করেছে যাতে তারা সারা দেসেহ নিজেদের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়। এ বছরের শেষের দিকেত্র মধ্যে 'MARS E-Service' দিল্লিতে চারটি, হায়াদ্রাবাদে একটি আর বেঙ্গালুরুতে একটি স্টোর খুলবে।
Coolpad India’র CEO Syed Tajuddin বলেছেন যে “সদর্থক ভাবনার সঙ্গে কোম্পানি দেশে গ্রোথ করছে। আমরা চাই যে সারা দেশে ইউজার্সরা সেরা সার্ভিস পাক, এই বছরের শেষ হতে হতে এই স্টোর গুলি খুলে দেওয়া হবে”। Coolpad এর সব অনালাইন আর অফলাইন প্রোডাক্ট এর হোম জোন গুলিতে থাকবে, যা ক্রেতা কেনার আগে ভাল করে দেখে কেনার সুযোগ পাবে।
Coolpad এর সাউথ ইন্ডিয়া হেড Lawrence Zeng বলেছেন যে, “আমরা ভারতে এক্সপিরিয়েন্স স্টোর খুলে আমাদের কমিটমেন্ট পুরো করছি, যার ফলে আমরা আমাদের গ্রহাকদের ভাল পরিষেবা দিতে পারি”।