5.99 ইঞ্চির ডিসপ্লে 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে মাত্র 9,999 টাকায় ভারতে লঞ্চ হল Coolpad Note 8

5.99 ইঞ্চির ডিসপ্লে 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে মাত্র 9,999 টাকায় ভারতে লঞ্চ হল Coolpad Note 8
HIGHLIGHTS

Coolpad Note8 4GB র‍্যাম আর 64GB স্টোরজের সঙ্গে ব্ল্যাক পিয়ানো কালারে পেটিএমমলে পাওয়া যাচ্ছে

বাজেট ডিভাইস Coolpad Mega 5A লঞ্চ করার প্রায় দু’মাস পরে ভারতে কুলপ্যাড তাদের নতুন ফোন Coolpad Note8 লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি পেটিএম মলে 9,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনে একটি বড় 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

Coolpad Note 8 ফোনটির স্পেসিফিকেশান আর ফিচার্স

এই Coolpad Note 8 ফোনটিতে একটি 5.99 ইঞ্চির ফু HD+ ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1080×2160 পিক্সাল। আর এই ফোনটিতে কোয়াড কোর মিডিয়াটেক MTK6750T প্রসেসার দেওয়া হয়েছে যার ক্লকড স্পিড 1.5GHz। আর এই প্রসেস্র MaliT860-MP2 GPU আর 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর এই ফোনের স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনটি একটি ডুয়াল সিমের ফোনে আর এতে অ্যান্ড্রয়েড 8.o Oreo অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। আর কোম্পানি বলেছে যে এই ফোনটি টাচ কন্ট্রোল জেসচার কাস্টমাসি কুইক লঞ্চ শর্টকার্ট সাপোর্ট করে।

আমরা যদি এই Coolpad Note 8 ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিতে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর এই ফোনের প্রাইমারি ক্যামেরা 16MP আর আর এটি f/2.0 অ্যাপার্চার যুক্ত আর এই ফোনের অন্য সেন্সারটি 0.3 MP র। আর এই ফোনে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এইফনে একটি 4000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর কোম্পানি দাবি করেছে যে এই ফোনের ব্যাটার 200 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেয়, আর 8 ঘন্টা পর্যন্ত টক টাইম অফার করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo