কুলপ্যাড নোট 5 লাইট এর সেল ভারতে শুরু হল
এই স্মার্টফোন এর দাম Rs. 8,199 এবং এই ফোনটি গোল্ড ও গ্রে কালারে পাওয়া যাবে
কুলপ্যাড নোট 5 লাইট ভারতে গত সপ্তাহে লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনটি আজ দুপুর 12 টা থেকে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে পাওয়া যাচ্ছে। ভারতে এই ডিভাইসটির দাম 8,199 টাকা। এই ফোনটি গোল্ড এবং গ্রে কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
এই স্মার্টফোনটি কুলপ্যাড নোট 5 এর বাজেট ভার্সান। এই ডিভাইসে মেটাল ইউনিবডি ডিজাইন আছে। এই স্মার্টফোনে 5.0 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1280 x 720p। এই ডিভাইসে Menmeediatek MT6735CP প্রসেসার আছে। এই ডিভাইসটি 3GB র্যাম যুক্ত। এতে 16GBর ইন্টারনাল স্টোরেজ আছে, যা 64GB পর্যন্ত বাড়ানো যায়। আমেজান থেকে 8,919 টাকায় কিনুন Coolpad Note 5 Lite (Space Grey, 16 GB)
কুলপ্যাডের এই স্মার্টফোনে 13 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো তে কাজ করে। এঈ ডিভাইসে 2500mAh ব্যাটারি আছে যা 200 ঘন্টার স্ট্যান্ডার্ড টাইম দেয়। আমেজান থেকে 8,919 টাকায় কিনুন Coolpad Note 5 Lite (Space Grey, 16 GB)
কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ v4.0, OTG এবং ডুয়াল সিম আছে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট প্রসেসার আছে যাতে ফোন আনলক করা যাবে, কল রিসিভ করা যাবে এবং অ্যাপ্লিকেশন ওপেন করা যাবে। এছাড়া এতে ফিচার্স কিল্ক করা যাবে।
আমেজান থেকে 8,919 টাকায় কিনুন Coolpad Note 5 Lite (Space Grey, 16 GB)
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile