এই ফোনটি এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটিতে 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ আছে
Coolpad ভারতে তাদের নতুন ডুয়াল ক্যামেরা স্মার্টফোন লঞ্চ করেছে। Coolpad Cool Play 6 স্মার্টফোনটির দাম Rs 14,999 আর এটি শুধু অ্যামাজনে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 653 প্রসেসার আর 6GB র্যাম আছে। এটি ভারতের সব থেকে সস্তা ডিভাইস যাতে এত বেশি র্যাম আছে।
Coolpad Cool Play 6 স্মার্টফোনটির স্টোরেজ 64GB আর এর ব্যাটারি 4000mAh এর। এই ফোনটিতে 13MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট v7.0. এচলে। এই ফোনটি দেখতে Coolpad Cool 1 স্মার্টফোনের আপডেটেড ভার্শান বলে মনে হয়।
এই বছরের শেষের দিকে কোম্পানি একটি নতুন বাজেট ডিভাইস Mega 4A লঞ্চ করার কথা ঘোষনা করেছে। এছাড়া কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Coolpad S1ও লঞ্চ করতে চলেছে। দুটি ফোনই দিওয়ালির আগে লঞ্চ হতে পারে।
Cool Play S1 স্মার্টফোনটি চিনে লঞ্চ হয়ে গেছে। সেখানে এই ফোনটির দাম CNY 2599 (প্রায় Rs 25,000)। এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 SoC, আর 16MP আর 8MP’র ক্যামেরা আছে।