কুলপ্যাড কন্জর স্মার্টফোন 3GB র্যাম এর সঙ্গে লঞ্চ

Updated on 06-Jan-2017
HIGHLIGHTS

এই ফোনের ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও উপস্থিত রয়েছে.

কুলপ্যাড বাজারে তার নতুন স্মার্টফোন কন্জর কে লঞ্চ করে. এই স্মার্টফোন আয়রন গ্রে রঙ্গে উপলব্ধ করা হবে. তবে বর্তমানে এই ফোন কে আমেরিকা’র মধ্যে লঞ্চ করা হয়. জেখার তার দাম $179.99 রাখা হয়েছে.  যদি এই ফোন ভারতে লঞ্চ হয় তাহলে এর দাম Rs. 12,215 টাকা হবে.

আরও দেখুন : CES 2017: সোনি লঞ্চ করলো তার ব্রাভিয়া OLED 4K HDR টিভি

কুলপ্যাড কন্জর স্মার্টফোনের স্পেকস সম্পর্কে আসা যাক, ফোনে 5 ইঞ্চি IPS HD 2.5D কাবার্ড গ্লাস ডিসপ্লে দেওয়া. এই ডিসপ্লের রেজুলেশন 720×1280 পিক্সেল. ফোনে 1.0GHz কোয়াড-কোর প্রসেসর, ARM মালি -450 গ্রাফিক্স প্রসেসর এর সঙ্গে উপস্থিত রয়েছে. এইটা 3GB র্যাম দিয়ে সজ্জিত করা. ফোনে 16 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে. এই ডিভাইস 64GB-র এক্সপানডেবেল স্টোরেজ এর অপশন এর সঙ্গে আসে. এটা অ্যানড্রইড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে তৈরি.

এছাড়া ফোনে 2500mAh ব্যাটারি রয়েছে. এটা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে সজ্জিত করা. এছাড়া ফোনে একটি 13 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে সজ্জিত করা. এই একটি 4 জি LTE ফোন.

আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম স্মার্টফোন উপর ডিসকাউন্ট

আরও দেখুন : অসুস লঞ্চ করলো চমত্কার ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড ডিভাইস-Chromebook Flip C302CA

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :