Coolpad Cool Play 6 এবার বিক্রির জন্য পাওয়া যাচ্ছে

Updated on 05-Sep-2017
HIGHLIGHTS

অ্যামাজনে এক্সক্লিউশিভ ভাবে বিক্রি হচ্ছে

Coolpad Cool Play 6 কিছু দিন আগেই ভারতে লঞ্চ হয়েছে এর দাম 14,999 টাকা। এবার এই স্মার্টফোনটি অ্যামাজনে এক্সক্লিউশিভ ভাবে বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনটি ব্ল্যাক আর গোল্ড দুটি রঙে পাওয়া যাচ্ছে। কোম্পানি আগে বলেছিল যে ডিসেম্বরের মধ্যে Coolpad Cool Play 6 ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.0 OTA এর আপডেট পাওয়া যাবে।

Coolpad Cool Play 6 একটি মেটালিক বডির ফোন। এই ফোনে একটি 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে। এই ফোনটিতে অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 653 প্রসেসার আছে। এই ফোনের র‍্যাম 6GB আর এর ইন্টারনাল স্টোরেজ 64 GB’র। এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়না।

Coolpad Cool Play 6 ফোনটিতে 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে, যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। এর ব্যাক সাইডে ডুয়াল টোন LED ফ্ল্যাশ আছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 8MP’র আর এর অ্যাপার্চার f/2.2 এর। এই ফোনটির ব্যাটারি 4000 mAh এর আর এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ডুয়াল সিমের স্মার্টফোনটি 4G VoLTE  সাপোর্ট করে। এই ফোনে ব্লুটুথ 4.1, GPS, USB পোর্ট আছে। এই ফোনটির ওজন 170 গ্রাম।

আমেজান থেকে 14,999 টাকায় কিনুন Coolpad Cool Play 6 (Gentle Gold, 64GB)

আজকের সেরা ডিল ফ্লিপকার্টে 

সোর্সঃ 

 

Connect On :