এই কনটেস্টে সব ইন্সটাগ্রাম ইউজার্সরা অংশগ্রহন করতে পারবে
Nokia 3310 ভারতে তাড়াতাড়ি লঞ্চ হতেপারে. এই ফিচারফোনটি লঞ্চ করার আগে HMD গ্লোবাল নোকিয়া ফোনের জন্য একটি কনটেস্ট লঞ্চ করেছে. এই কনটেস্টে ইন্সটাগ্রামে নোকিয়ার ফলোয়ার্সরা অংশগ্রহন করতে পারবে.
এই কনটেস্টে সব ইন্সটাগ্রাম ইউজার্সরা অংশগ্রহন করতে পারবে. এর জন্য #3310art আর @NokiaMobile কে ইন্সটাগ্রামে ফলো করতে হবে. এই কন্টেস্টটি বুধবার 10 মে রাত 23:59 অব্দি ভ্যালিড থাকবে.
এই কন্টেস্টের জন্য আরো বেশি খবর নোকিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে. HMD গ্লোবাল এর চিফ অফিসার Pekka Rantala বলেছেন যে নোকিয়া ফোন Nokia mobiles কে সাপোর্ট দিয়েছে এর জন্য তাদের ধন্যবাদ জানানো হচ্ছে.
আপনাদের বলে রাখি যে Nokia MWC 2017 তে তাদের তিনটি নতুন স্মার্টফোন আর একটি পুরোনো ফিচার ফোন 3310 নতুন রঙে সামনে এনেছিল. এবার HMD গ্লোবাল খুব তাড়াতাড়ি ভারতে নোকিয়া 3310’র সঙ্গে অন্য স্মার্টফোনও লঞ্চ করবে.