Competitors of Infinix Note 30 5G: 15,000 টাকা রেঞ্জের মধ্যে Samsung-IQOO-এর 5G ফোনকে টক্কর ইনফিনিক্সের এই নয়া মডেলের, সেরা কে?

Updated on 26-Jun-2023
HIGHLIGHTS

Infinix Note 30 5G ফোনটির দাম ভারতে 14,999 টাকা রাখা হয়েছে বেস মডেলের জন্য

এটি একটি 5G 15,000 টাকা রেঞ্জের

এই ফোনটি বাজারে টক্কর দেবে IQOO, Samung এর ফোনকে

Infinix -এর তরফে Infinix Note 30 5G ফোনটি লঞ্চ করা হল। এই ফোনের দাম দেশের বাজারে শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে এই ফোনটি এই বিভাগের সেরা ফোন।

কিন্তু সত্যিই কি এটা এই 15,000 টাকা বিভাগের মধ্যে Galaxy M14 এবং IQOO Z6 Lite কে টক্কর দিতে পারবে? দেখুন তুলনা। 

Infinix Note 30 Vs Samsung Galaxy M14 5G Vs IQOO Z6 Lite 5G

কে বেশি 5G ব্যান্ড সাপোর্ট করে?

Infinix Note 30 5G ফোনটি 14টা ব্যান্ড সাপোর্ট করে, এগুলো হল 1, 3, 5, 7, 8, 12, 22, 28, 38, 40, 41, 66, 77, and 78।

Samsung Galaxy M14 5G ফোনটি 13 ব্যান্ড সাপোর্ট করে, এগুলো হল 1, 3, 5, 7, 8, 20, 28, 38, 40, 41, 66, 77, and 78 SA/NSA।

IQOO Z6 Lite 2 ব্যান্ড সাপোর্ট করে এগুলো হল 77 and 78 SA/NSA।

আরও পড়ুন: Camera Phones Under 10,000: ফোন ফটোগ্রাফি নেশা? সস্তার এই 5 ডিভাইসে করুন স্বপ্নপূরণ

কার ডিজাইন কেমন?

IQOO Z6 Lite ফোনটা নামে মতোই সব থেকে হালকা মাত্র 194 গ্রাম। এখন গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক কভার আছে।

Infinix -এর ফোনে আছে ভেগান লেদার ফিনিশ। Samsung -এর ফোনে আছে প্লাস্টিক ফ্রেম সহ গোরিলা গ্লাস 5 এর সুবিধা।

ডিসপ্লে কার ভাল?

Samsung -এর ফোনের তুলনায় Infinix -এর ফোনের ব্রাইটনেস বেশি। এখানে PLS LCD ডিসপ্লে আছে। IPS LCD ডিসপ্লে আছে IQOO এবং Infinix -এর ফোনে। Infinix এর ফোনে 580 সর্বোচ্চ ব্রাইটনেস আছেজ আর Samsung -এর ফোনে 421 নিটস। 

ব্যাটারি এবং প্রসেসর কার ভাল?

IQOO Z6 Lite চলে অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে। বাকি দুটো ফোনে অ্যান্ড্রয়েড 13 আছে। Samsung -এর ফোনে আছে Exynos 1330 প্রসেসর।

IQOO -এর ফোন চলে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে। Infinix -এর ফোন চলে MediaTek Dimensity 6080 প্রসেসরের সাহায্যে।

Infinix -এর ফোনে আছে 128 GB ইন্টারনাল স্টোরেজ। বাকি দুটো ফোনে কেবল 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে।

আরও পড়ুন: 5 Gaming Phones for BGMI under 20,000: বিজিএমআইয়ের ভক্ত? গেম খেলতে বাছুন সস্তার এই 5 ফোন

Samsung Galaxy M14 -এ সব থেকে বড় ব্যাটারি আছে, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000 mAh ব্যাটারি। Infinix Note 30 5G ফোনে আছে 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। IQOO -এর ফোনে আছে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। 

কার ক্যামেরা ভাল?

Infinix এর ফোনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। বাকি দুই ফোনে আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে তিনটি ফোনেই আছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :