Vivo -এর তরফে তাদের নতুন Flagship সিরিজ, Vivo X90 লঞ্চ করা হল দেশে। এই সিরিজে আছে Vivo X90 এবং Vivo X90 Pro। এই দুটো ফোনে আছে MediaTek Dimensity 9200 প্রসেসর।
গত বছর এই ফোনটির পূর্বসূরি Vivo X80 লঞ্চ করা হয়। আগামী 5 মে থেকে Vivo X90 সিরিজের বিক্রি শুরু হবে দেশে। এটি কেনা যাবে Flipkart এবং Vivo India -এর ওয়েবসাইট থেকে।
Vivo X90 ফোনটি দেশে দুটো স্টোরেজ মডেলে লঞ্চ করেছে। একটায় আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটায় আছে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
8 GB RAM যুক্ত মডেলের দাম 59,999 টাকা। আর 12 GB RAM যুক্ত মডেলের দাম 59,999 টাকা। এই ফোনটির সঙ্গে Vivo X80 -এর দামের বিশেষ ফারাক নেই। তাহলে দুই ফোনের মধ্যে কোথায় পার্থক্য আছে?
120 Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে আছে Vivo X90 ফোনে। এখানে আছে আল্ট্রা ভিশন আই প্রোটেকশনের সুবিধা।
120 Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে আছে Vivo X80 ফোনে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে।
Vivo X90 ফোনটিতে আছে MediaTek Dimensity 9200 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13। আর Vivo X80 তে আছে MediaTek Dimensity 9000 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 12।
IMX866 সেন্সর সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 12 মেগাপিক্সেলের ক্যামেরা আছে Vivo X90 ফোনটির ব্যাক প্যানেলে। এখানে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
Vivo X80 ফোনটিতেও আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটো 12 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের সেন্সর।
4810 mAh ব্যাটারি আছে Vivo X90 ফোনে। এখানে পাবেন 50W ফাস্ট চার্জিং -এর সুবিধা।
80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি রয়েছে Vivo X80 ফোনে।