Vivo X90 Vs OnePlus 11 5G: Flagship ফোন হিসেবে কে কাকে টেক্কা দিল ফিচারে?

Vivo X90 Vs OnePlus 11 5G: Flagship ফোন হিসেবে কে কাকে টেক্কা দিল ফিচারে?
HIGHLIGHTS

Vivo X90 সিরিজ সদ্যই দেশে লঞ্চ হয়েছে

এই ফোনকে বাজারে টক্কর দিচ্ছে OnePlus 11 5G

দুটো ফোনই প্রিমিয়াম ফোন, কিন্তু ফিচারের নিরিখে সেরা কে?

Vivo -এর তরফে ভারতে অবশেষে লঞ্চ করা হল বহু প্রতীক্ষিত ফোনের সিরিজ Vivo X90। এই সিরিজে আছে Vivo X90 এবং Vivo X90 Pro। এই ফোনটির সঙ্গে বাজারে টক্কর জমছে OnePlus -এর OnePlus 11 5G ফোনটির সঙ্গে।

দুটো ফোনেই দুর্দান্ত সব ফিচার আছে। এই দুটো ফোনের মধ্যে ফিচারের নিরিখে সেরা কে দেখুন। 

কোন ফোনের কত দাম? 

Vivo X90 ফোনটির দাম ভারতে শুরু হচ্ছে 59,999 টাকা থেকে। এই দামে ফোনটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পাওয়া যাবে।

12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে চাইলে 63,999 টাকা খরচ করতে হবে। কালো, ব্রিজ ব্লু এবং লাল রঙে কেনা যাবে এই ফোন। 

OnePlus 11 ফোনটির দাম দেশে শুরু হচ্ছে 56,999 টাকা থেকে। এই দামে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে চাইলে খরচ করতে হবে 61,999 টাকা। এই ফোনটি টাইটান ব্ল্যাক, ইটার্নাল গ্রিন, এবং জুপিটার রক রঙে কেনা যাবে। 

কোন ফোনের ডিসপ্লে ভাল? 

OnePlus -এর ফোনে আছে 6.7 ইঞ্চির একটি LTPO3 ফ্লুইড যুক্ত AMOLED ডিসপ্ল। এখানে 120 HZ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট পাবেন। এখানে যেহেতু LTPO স্ক্রিন আছে সেহেতু এটা বেশি ব্যাটারি খরচ করবে না। তবে এটার স্ক্রিন রেশিও Vivo এর ফোনের তুলনায় কম। 

অন্যদিকে Vivo X90 ফোনে আছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যেখানে 120 HZ রিফ্রেশ রেট আছে। সঙ্গে HDR10+ এবং 1260X2800 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবেন এখানে। এই ফোনের বেজেল প্রায় চোখেই পড়ে না। 

কোন ফোনের পারফরমেন্স ভাল? 

Vivo X90 ফোনটিতে আছে MediaTek Dimensity 9200 প্রসেসর সহ 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। 

অন্যদিকে OnePlus 11 ফোনটিতে আছে Qulacomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। এখানে আছে 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। 

Snapdragon 8 Gen 2 প্রসেসর MediaTek Dimensity 9200 প্রসেসরের তুলনায় ভাল। XDA Developers -এর তরফে একটি পরীক্ষা করা হয় সেখানে এটি প্রমাণিত হয়েছে। 

Comparison between Vivo X90 Vs OnePlus 11 5G

কোন ফোনের ক্যামেরা ভাল? 

Vivo X90 ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটো 12 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

অন্যদিকে OnePlus 11 5G ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। বাকি দুটি ক্যামেরায় আছে 32 এবং 48 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের সেন্সর। 

ব্যাটারি বা সফটওয়্যারের বিচারে এগিয়ে কে? 

দুটি ফোনেই অ্যান্ড্রয়েড 13 আছে। Vivo -তে আছে Funtouch 13 OS skin আর OnePlus -এ আছে Oxygen OS। 

Vivo X90 ফোনে আছে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4810 mAh ব্যাটারি। আর OnePlus 11 -তে আছে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। 

কোন ফোন কেনা উচিত? 

Vivo X90 সবেই দেশে লঞ্চ হয়েছে। তাই এখনই এই ফোনের বিষয়ে বলা উচিত নয়। তবে ব্র্যান্ডের রেপুটেশন দেখলে আপনি যদি ভাল ক্যামেরা যুক্ত ফোন চান তাহলে এটিকে বাছতে পারেন। 

অন্যদিকে ভাল পারফরমেন্স চাইলে OnePlus 11 ফোনটিকে বাছুন। এখানে Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে যা দুর্দান্ত পারফরমেন্স দেবে। অ্যাপ থেকে গেম খেলা সবই নির্বিঘ্নে করতে পারবেন এখানে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo