Vivo X90 Pro Vs Samsung Galaxy S23+: কোন প্রিমিয়াম ফোন সেরা? দেখুন 5 ফিচারের তুলনা

Vivo X90 Pro Vs Samsung Galaxy S23+: কোন প্রিমিয়াম ফোন সেরা? দেখুন 5 ফিচারের তুলনা
HIGHLIGHTS

Vivo X90 Pro এবং Samsung Galaxy S23 plus দুটো ফোনই প্রিমিয়াম Flagship ফোন

Vivo X90 Pro ফোনটিতে আছে 6.78 ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে

Samsung Galaxy S23 Plus ফোনটিতে আছে একদম সিম্পল পরিষ্কার ডিজাইন

Vivo -এর তরফে তাদের এই বছরের Flagship ফোনটিকে প্রকাশ্যে নিয়ে আসা হল। যদিও তার আগে Samsung, Xiaomi -এর তরফে তাদের Flagship ফোন প্রকাশ্যে আনা হয়ে গিয়েছিল। Vivo X90 সিরিজ 26 এপ্রিল লঞ্চ করল দেশে।

এই সিরিজে Pro মডেলে আছে Zeiss টিউনিং যেমনটা তার পূর্বসূরিতে ছিল, ফলে এখানে দুর্দান্ত প্রসেসর এবং ক্যামেরা থাকবে বলেই অনুমান করা হচ্ছে। 

Vivo X90 Pro Vs Samsung Galaxy S23 plus কার ডিজাইন ভাল? 

Vivo X90 Pro ফোনটির ডিজাইন তার পূর্বসূরির সঙ্গে বেশ মেলে। এখানে লেদার ব্যাক প্যানেল আছে যেমনটা X80 -এর ক্ষেত্রেও ছিল। এবার এখানে একটি গোলাকার ক্যামেরা মডিউল আছে। ক্যামেরা মডিউলের নিচে একটি মেটাল স্ট্রিপ আছে যেখানে লেখা Xtreme Imagination।

এই ফোনে একটি 3D কার্ভড ডিসপ্লে আছে সঙ্গে পাঞ্চ হোল কাট আউট দেখা যাবে ডিসপ্লেতে। এটা কেবল কালো রঙে কেনা যাবে।

অন্যদিকে Samsung Galaxy S23 Plus ফোনটিতে আছে পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইন। এখানে কোনও কার্ভড ডিসপ্লে নেই। কেবল Samsung -এর মডার্ন লুক আছে।

এখানে গ্লাস বডি এবং ম্যাট ফিনিশ আছে রিয়ার প্যানেলে। এই ফোনটি দুটি রঙে কেনা যাবে ফ্যান্টম ব্ল্যাক এবং ক্রিম।

Comparison between Vivo X90 Pro Vs Samsung Galaxy S23 plus

কার ডিসপ্লে ভাল? 

6.78 ইঞ্চির একটি কার্ভ ডিসপ্লে আছে Vivo -এর ফোনে যেখানে মিলবে 1260X2800 পিক্সেলের রেজোলিউশন। HDR 10+, 120 HZ রিফ্রেশ রেট, ইত্যাদির সুবিধা পাবেন এই ফোনে। সর্বোচ্চ 1300 নিটসের ব্রাইটনেস মিলবে এই ফোনে। 

Samsung Galaxy S23 Plus ফোনটিতে আছে 6.6 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে। এখানেও HDR 10+, 120 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। 1750 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন এখানে।

এছাড়া আছে 1080X2340 পিক্সেলের রেজোলিউশন। গোরিলা গ্লাস ভিকটাস 2 এর সাপোর্ট আছে এই ফোনে। 

কোন ফোনে পাবেন ভাল পারফরমেন্স? 

MediaTek Dimensity 9200 প্রসেসরের সাহায্যে চলে Vivo X90 Pro। এখানে আছে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।

120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4870 mAh ব্যাটারি আছে এই ফোনে।

Samsung -এর ফোনে আছে Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13। এই ফোনে আছে 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। 45W ওয়ার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি আছে এই ফোনে।

কোন ফোনে আছে সেরা ক্যামেরা? 

Vivo- এর ফোনে আছে Zeiss optics এবং Zeiss T লেন্স। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 50 এবং 12 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। 

Samsung -এর ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। বাকি দুটো ক্যামেরায় আছে 10 এবং 12 মেগাপিক্সেলের সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

কোন ফোনের দাম কত? 

Vivo X90 Pro ফোনটির দাম Flipkart -এ রাখা হয়েছে 84,999 টাকা। অন্যদিকে Samsung Galaxy S23 Plus ফোনটির দাম হল 94,999 টাকা। এই দামে এটি Samsung -এর অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo