ভারতে এখন দিন দিন 5G ফোনের চাহিদা বাড়ছে। গত অক্টোবর মাসে দেশে 5G পরিষেবা লঞ্চ হয়ে গিয়েছে। এবং দ্রুত গতিতে সেটা ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। ফলে এই উন্নতমানের পরিষেবা পেতে চাইছেন সকলেই। তাই তাঁরা চাইছেন একটি 5G ফোন কিনতে। ইতিমধ্যেই Redmi, Oppo এবং Samsung -এর তরফে দেশে 5G ফোন লঞ্চ করা হয়েছে। আর প্রতিটি ফোনের দামই 20,000 টাকার মধ্যে। আগামী দিনে অন্যান্য ব্র্যান্ডের আরও 5G ফোন লঞ্চ করতে চলেছে শীঘ্রই। দেখুন প্রতিটি স্মার্টফোনের সাহায্যে আপনার রোজকার যা কাজ সেগুলো করাই যায়, এ আর নতুন কথা কী! কিন্তু মনে রাখবেন ফোনের এমন কিছু ফিচার থাকে যেগুলো সেটাকে বাকিদের থেকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই আপনিও যদি এর মধ্যে 5G ফোন কিনতে চান তার আগে দেখে সদ্য দেশে লঞ্চ হওয়া তিনটি 5G ফোনের তুলনা। এই তিনটি ফোন হল Redmi Note 12 5G, Oppo A78 5G, এবং Samsung Galaxy A14 5G।
আজকাল তো কম বেশি সমস্ত স্মার্টফোনেই 6 ইঞ্চির স্ক্রিন থাকেই। এই ফোনগুলোর ক্ষেত্রেও সেটার অন্যটা হয়নি। Redmi, Oppo এবং Samsung -এর এই মিড রেঞ্জের ফোনগুলোতে মিলবে অন্তত 6 ইঞ্চির একটি করে ডিসপ্লে। তবে প্যানেলে তো আলাদা আলাদা ফিচার থাকবেই। সেগুলো কী দেখুন।
Redmi Note 12 5G ফোনটিতে গ্রাহকরা পেয়ে যাবেন 6.67 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে। এখানে মিলবে Full HD+ রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট। এছাড়া সঙ্গে 1200 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস তো থাকছেই। অন্যদিকে Oppo A78 5G ফোনটিতে মিলবে 6.5 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে। এখানে থাকবে 90 HZ রিফ্রেশ রেট। Samsung Galaxy A14 ফোনটিতেও থাকবে একটি LCD ডিসপ্লে। এখানে মিলবে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে আছে Full HD+ রেজোলিউশন। এখানেও 90 Hz রিফ্রেশ রেট মিলবে। ফলে এখান থেকে বুঝতেই পারছেন তিনটি ফোনের মধ্যে সেরা ডিসপ্লে পাবেন Redmi Note 12 5G- তে।
এছাড়াও আরেকটি বিষয়ে মাথায় রাখবেন, ওজন। Oppo আর Redmi- এর ফোন দুটি হালকা, প্রায় 188 গ্রামের। সেখানে Samsung Galaxy A14 কিন্তু বেশ ভারী। এবং এটার ওজন 201 গ্রাম।
Redmi বা Oppo -এর ফোনে এখন আর তেমন 64 GB স্টোরেজ দেখা যায় না। তবে সেদিকে Samsung এখনও এই ভ্যারিয়েন্টটি রাখে। অর্থাৎ Samsung Galaxy A14 তেও 64 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে। অন্যদিকে Redmi Note 12 5G ফোনটিতে আছে Snapdragon 4 Gen 1 প্রসেসর। এখানে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Oppo A78 5G ফোনটি পরিচালিত হবে MediaTek Dimensity 700 5G প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে Samsung Galaxy A14- তে কোন প্রসেসর থাকবে জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী এখানে Exynos 1330 প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এখানেও 8 GB পর্যন্ত RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে।
আজকাল সমস্ত বাজেট এবং মিড বাজেট ফোনে ট্রিপল ক্যামেরা দেখা যায়। কিছু কিছু ব্র্যান্ড আবার গত কয়েক বছর কোয়াড ক্যামেরা দিয়েছিল ফোনে। কিন্তু দেখা গিয়েছে এই চারটের মধ্যে দুটি আদতে কোনও কাজে লাগে না। তাই এখন রিয়ার ক্যামেরার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাক কোন ফোনে কী ক্যামেরা আছে। Redmi Note 12 5G -তে আছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর যার সাহায্যে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে।
অন্যদিকে Oppo A78 5G- তে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এখানে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি রিয়ার ক্যামেরা। সঙ্গে আছে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য। অন্যদিকে Samsung Galaxy A14 ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
Redmi এবং Oppo- এর ফোন দুটি আছে 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। Samsung- এর ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকলেও এখানে কত স্পিডের ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে সেটা জানা যায়নি। একই সঙ্গে Samsung Galaxy- এর ফোনের সঙ্গে কেবল টাইপ সি কেবল মিলবে, কোনও অ্যাডাপ্টার থাকবে না সেখানে।
দেখুন ফোনের ফিচার যাই হোক না কেন, আমরা কিন্তু কোন ফোন কিনব সেটা ঠিক করি দাম দেখেই। এবার দেখুন কোন ফোনের কত দাম? Redmi Note 12 5G ফোনটির 4 GB ভ্যারিয়েন্টটির দাম 17,999 টাকা। আর 6 GB RAM যুক্ত ভ্যারিয়েন্টটির দাম 19,999 টাকা। Oppo A78 5G ফোনটিতে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এটার দাম 18,999 টাকা। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত Samsung Galaxy A14 ফোনটির দাম 16,499 টাকা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা, আর 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 20,999 টাকা।