Realme আর Redmi দুই কোম্পানির মধ্যে জোরদার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। দুজনেই চেষ্টা করছে বাজেট ফোনের বাজার ধরতে। ইতিমধ্যে Realme -এর তরফে Realme Narzo N53 ফোনটিকে লঞ্চ করা হয়েছে, এই ফোনের সঙ্গে বাজারে টক্কর জমাবে Redmi 12C।
Redmi 12C চলতি বছরের জানুয়ারি মাসে লঞ্চ করেছে। দুটো ফোনের প্রাইজ রেঞ্জ এক। মোটামুটি ফিচার এক দুই ফোনের।
Redmi 12C ফোনে আছে 6.71 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এখানে 720X1650 পিক্সেলের রেজোলিউশন মিলবে। আছে 500 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস।
Realme Narzo N53 ফোনটিতে আছে 6.74 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে যেখানে মিলবে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন। এখানে আছে 90 HZ রিফ্রেশ রেট।
Redmi 12C ফোনে আছে 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। Realme Narzo N53 ফোনে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি।
Redmi 12C -তে আছে MediaTek Helio G85 প্রসেসর এবং Mali G52 MC2। Narzo N53 ফোনটিতে আছে Unisoc Tiger T612 প্রসেসর সহ Mali G57।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Moto Edge 40 ফোনের দাম, 23 মে ভারতে করবে এন্ট্রি
Redmi 12C ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 0.08 মেগাপিক্সেলের একটি ডুয়াল ক্যামেরা সিস্টেম যেখানে LED ফ্ল্যাশ এবং HDR সাপোর্ট পেয়ে যাবেন।
Realme -এর ফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। তবে এখানে LED ফ্ল্যাশ বা HDR সাপোর্ট থাকবে কিনা জানা যায়নি এখনও।
Realme Narzo N53 ফোনে আছে 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ 4 GB RAM এবং 6 GB RAM সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি কালো এবং সোনালী রঙে কেনা যাবে।
Redmi 12C ফোনে আছে 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ, 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি কালো, নীল, মিন্ট এবং পার্পল রঙে কেনা যায়।
আরও পড়ুন: মাত্র 5,999 টাকায় লঞ্চ হল Redmi এর নতুন স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি
Redmi 12C ফোনটি 8,999 টাকার বিনিময়ে কেনা যাবে। অন্যদিকে Narzo N53 ফোনটির দাম 100 ইউরো রাখা হয়েছে অর্থাৎ 8,999 টাকার প্রায়। Redmi -এর ফোনটি Flipkart এবং Amazon থেকে কেনা যায়। আর Realme- এর ফোনটি Amazon থেকে কেনা যাবে।