Realme Narzo 60 Vs Narzo 60 Pro: ফিচারঠাসা দুই রিয়েলমি ফোনের মধ্যে সেরা কে? দেখুন তুলনা

Updated on 25-Jul-2023
HIGHLIGHTS

Realme Narzo 60 সিরিজ হচ্ছে একটি বাজেট সিরিজ

এই সিরিজের Realme Narzo 60 ফোনটির দাম 20,000 টাকার মধ্যে

টপ এন্ড মডেল খানিকটা দামী হলেও কোনটা কিনবেন আর কেন

Realme -এর তরফে সদ্যই দেশে লঞ্চ করা হয়েছে Realme Narzo 60 সিরিজ। এখানে দুটো ফোন আছে Realme Narzo 60 এবং Realme Narzo 60 Pro। দুটো ফোনের দামের উনিশ বিশ পার্থক্য হলেও দুটোতেই আছে দুর্দান্ত ফিচার।

এখানে ব্যাপক ডিসপ্লে সহ দারুন পারফরমেন্স পাবেন। কিন্তু তবুও দুটো ফোনের মধ্যে সেরা কোনটা? 

কার ডিজাইন ভাল?

Realme Narzo 60 সিরিজের দুটো ফোনেই স্লিক ডিজাইন পাবেন। তবে Realme Narzo 60 ফোনটির ওজন 182 গ্রাম আর Realme Narzo 60 Pro ফোনটির ওজন 183 গ্রাম। অর্থাৎ দুটোর ওজনে মাত্র 1 গ্রামের ফারাক। ফলে সেটা যে নগন্য সেটা বলাই যায়। 

Realme Narzo 60 নাকি Realme Narzo 60 Pro কার ডিসপ্লে ভাল?

Realme Narzo 60 ফোনটিতে আছে তুলনায় ছোট একটি ডিসপ্লে। এখানে 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে পাবেন। 1080X2400 পিক্সেলের রেজোলিউশন তো থাকবেই উন্নতমানের ভিউয়িং এক্সপিরিয়েন্স এর জন্য। 

অন্যদিকে Realme Narzo 60 Pro ফোনটিতে আছে একটি বড় 6.7 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে। ফলে এখানে কনটেন্ট দেখা বা গেম খেলার আরও ভাল অভিজ্ঞতা পাওয়া যাবে কারণ বড় স্ক্রিনের সঙ্গে আছে 1080X2412 পিক্সেলের রেজোলিউশন। 

আরও পড়ুন: Lightweight Smartphones Under 10,000: দাম থেকে ওজন সবেতেই হালকা, তালিকায় থাক Motorola, Realme সহ এই ফোনগুলো

কোন ফোনের পারফরমেন্স সেরা?

Realme Narzo 60 ফোনটি MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে চলে। এখানে 8 GB RAM সহ 128 বা 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। তার অর্থ হল স্মুদ পারফরমেন্সের পাশাপাশি বিপুল স্টোরেজ পাওয়া যাবে। 

Realme Narzo 60 Pro ফোনটিতে আছে MediaTek Dimensity 7050 প্রসেসর সহ 12 GB RAM এবং 256 বা 1 TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। অর্থাৎ এখানে তো আপনাকে স্টোরেজ নিয়ে ভাবতেই হবে না। মাল্টি টাস্কিং এর সুবিধা তো থাকবেই। এই ফোনটি গেম খেলার জন্য আদর্শ। 

দুটো ফোনেই অ্যান্ড্রয়েড 13 আছে। ফলে সফটওয়্যারের বিচারে দুটো প্রায় এক। 

কার ক্যামেরা কেমন?

Realme Narzo 60 ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা আছে। এখানে নিখুঁত ছবি ওঠে। 

তবে Realme Narzo 60 Pro এর ক্যামেরা আরও ভাল। এখানে 100 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। অর্থাৎ এই ফোনে আরও বেশি ভাল ছবি উঠবে। 

কোন ফোনের ব্যাটারির নিরিখে এগিয়ে?

দুটো ফোনেই 5000mAh ব্যাটারি আছে। পার্থক্য কেবল চার্জিং স্পিডে। Realme Narzo 60 ফোনে তুলনায় কম স্পিড আছে মাত্র 33W এর, আর Realme Narzo 60 Pro ফোনটিতে আছে 67W এর ফাস্ট চার্জিং এর সুবিধা। 

আরও পড়ুন: Realme GT 5 Processor Tipped: আগামী Flagship ফোন হিসেবে আসছে রিয়েলমির এই ডিভাইস, থাকবে Snapdragon-এর শক্তিশালী প্রসেসর

কোন ফোনের দাম কত?

Realme Narzo 60 ফোনটির দাম দেশের বাজারে শুরু হচ্ছে 17,999 টাকা থেকে, আর 23,999 টাকার বিনিময়ে কেনা যাবে Realme Narzo 60 Pro ফোনটিকে। দুটো ফোন Amazon থেকে কেনা যাবে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :