Realme 11 Pro সিরিজ কিছুদিন আগেই ভারতে লঞ্চ করে গেল। Realme 11 Pro Plus ফোনটি আগামী 15 জুন থেকে ভারতে কেনা যাবে। তার একদিন পরেই বাজারে উপলব্ধ হবে Realme 11 Pro।
দুটো ফোনের মধ্যে 4,000 টাকার তফাৎ। কিন্তু পার্থক্য আছে কী কী? কেনই বা আপনি বেশি দাম দিয়ে Pro Plus মডেল কিনবেন? দেখুন দুই ফোনের তুলনা।
1. Realme 11 Pro Plus ফোনটিতে আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এটি একটি Samsung ISOCELL HP3 সেন্সর। এখানে 4 গুণ সুপার জুমের সুবিধা আছে।
এটার সাহায্যে আপনি 200, 50 এবং 12.5 মেগাপিক্সেলের মোডে ছবি তুলতে পারবেন। তাই বলে Realme 11 Pro যে পিছিয়ে আছে এমনটা নয়। এখানে আপনি 100 মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাবেন। দুটো ফোনই আছে OIS এবং অটো ফোকাসের সুবিধা।
2. Realme 11 Pro Plus ফোনে আছে 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। Realme 11 Pro -তে আছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে Pro Plus মডেলে, আর 16 মেগাপিক্সেলের সেন্সর আছে Pro মডেলে।
আরও পড়ুন: DSLR-কে ফিচারের নিরিখে টেক্কা দেবে Realme 11 Pro+, 200 MP ক্যামেরা, সুপার জুম সহ আর কোন সুবিধা পাবেন
3. এরপর দুই ফোনের মূল পার্থক্য হল তাদের ব্যাটারি এবং চার্জিং -এর ক্ষমতা। Realme 11 Pro ফোনটিতে আছে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা।
আর Realme 11 Pro Plus ফোনটিতে আছে 100W super Vooc চার্জিং -এর সুবিধা। এই ফোনটি মাত্র 26 মিনিটে ফুল চার্জ হতে পারে। সঙ্গে দুই ফোনেই আছে 5000 mAh ব্যাটারি।
এছাড়া দুটো ফোনই গ্রাহকরা পাবেন 120 Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 13 -এর সাপোর্ট। MediaTek Dimensity 7050 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন দুটি। কানেকটিভিটির জন্য আছে ব্লুটুথ, wifi, USB টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 mm হেডফোন জ্যাক, ইত্যাদির সুবিধা।
আরও পড়ুন: 2023-এর OnePlus-এর সেরা 5G ফোন খুঁজছেন? তালিকায় রাখুন OnePlus 11, Nord CE 3 Lite, সহ এগুলো
Realme 11 Pro ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 23,999 টাকা রাখা হয়েছে। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে এই ফোনের টপ মডেল অর্থাৎ যেখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে সেটার দাম রাখা হয়েছে 27,999 টাকা।
আর Realme 11 Pro Plus ফোনটির 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম রাখা হয়েছে 27,999 টাকা। আর 29,999 টাকায় 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে। ফলে দুটোর দামে কিন্তু মোটেই বেশি পার্থক্য না।