Realme 11 Pro+ Vs Motorola Edge 40 Vs Redmi Note 12 Pro+ Compare: 30,000 এর মধ্যে কোনটি সেরা? কেন?

Realme 11 Pro+ Vs Motorola Edge 40 Vs Redmi Note 12 Pro+ Compare: 30,000 এর মধ্যে কোনটি সেরা? কেন?
HIGHLIGHTS

ভারতীয় বাজারে এখন একাধিক মিড রেঞ্জের ফোন আছে

Realme 11 Pro+, Motorola Edge 40 এবং Redmi Note 12 Pro+ সবই ফাটাফাটি মিড রেঞ্জের ফোন

সব কটির দাম 30,000 টাকার মধ্যে, কিন্তু সেরা কে?

Realme 11 Pro+ Vs Motorola Edge 40 Vs Redmi Note 12 Pro+ Compare: বাজেটের মধ্যে সেরা ফোন কেনা সত্যি একটা ঝক্কির বিষয় বটে! তবে আপনি যদি 30,000 টাকার মধ্যে ফোন চান তাহলে এখন ভারতীয় বাজারে একাধিক অপশন পেয়ে যাবেন। কিন্তু সেরা কোনগুলো হবে?

পছন্দের তালিকায় রাখুন Realme 11 Pro+, Motorola Edge 40 এবং Redmi Note 12 Pro+। এবার দেখুন এই তিন ফোনের মধ্যে সেরা কে আর কেন। 

Comparison Between Realme 11 Pro+ Vs Motorola Edge 40 Vs Redmi Note 12 Pro+

কার ডিজাইন এবং ডিসপ্লে ভাল? 

Realme 11 Pro Plus ফোনটিতে আছে স্লিক প্রিমিয়াম ডিজাইন। এখানে গ্লাস ফ্রন্ট এবং মেটাল ফ্রেম পাবেন। 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে এখানে। 

Motorola Edge 40 তে আছে লেদার ফিনিশ সহ স্লিম বেজেল। 144 Hz রিফ্রেশ রেট সহ কার্ভড ডিসপ্লে আছে। 

Redmi Note 12 Pro Plus এ আছে 6.67 ইঞ্চির একটি 120 Hz রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে। এখানে গ্লাস বডি আছে সামনে। 

আরও পড়ুন: IPX রেটিং নিয়ে দেশে এল Redmi Buds 4 Active TWS Earbuds, এক চার্জে চলবে 30 ঘণ্টা! দাম কত?

পারফরমেন্সের বিচারে সেরা কে? 

Realme 11 Pro Plus পরিচালিত হয় Qualcomm Snapdragon 870 প্রসেসরের সাহায্যে। Motorola Edge 40 পরিচালিত হয় একই প্রসেসর অর্থাৎ Qualcomm Snapdragon 870 প্রসেসরের সাহায্যে। MediaTek Dimensity 1080 প্রসেসর আছে Redmi -এর ফোনে। 

কোন ফোনে কেমন ক্যামেরা আছে? 

Realme 11 Pro Plus ফোনটিতে আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 

Comparison Between Realme 11 Pro plus Vs Motorola Edge 40 Vs Redmi Note 12 Pro Plus

Motorola এর ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 13 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর এবং একটি ম্যাক্রো সেন্সর। 

Redmi এর ফোনটিতে আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখানে অটো ফোকাস সহ দুর্দান্ত নাইট মোড আছে। 

আরও পড়ুন: Apple Days Sale চালু, বাম্পার ছাড় iPhone 14, iPhone 14 Pro, সহ একাধিক ফোনে, দেখুন ডিল

ব্যাটারি কার ভাল? 

Realme 11 Pro Plus -এ আছে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। আর Motorola Edge 40 -তে আছে 68W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4400 mAh ব্যাটারি। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এটি।

Redmi Note 12 Pro Plus ফোনটিতে আছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি। 

কোন ফোনে কী সফটওয়্যার আছে? 

দুটি বছরের অ্যান্ড্রয়েড OS আপগ্রেড করেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে Realme এর ফোনে। বেস মডেলে আছে 256 GB ইন্টারনাল স্টোরেজ। 

Comparison Between Realme 11 Pro plus Vs Motorola Edge 40 Vs Redmi Note 12 Pro Plus

দুটি বছরের অ্যান্ড্রয়েড OS আপগ্রেড করেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে Motorola -এর ফোনে। এখানে কোনও bloatware নেই। পরিষ্কার ইউজার ইন্টারফেস পাবেন । 

2023 -এর সাম্প্রতিকতম অ্যান্ড্রয়েড সিকিউরিটি আছে Redmi-এর ফোনে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo