OnePlus -এর তরফে কিছুদিন আগেই একটি নতুন ফোন লঞ্চ করা হল দেশে এই ফোনটির নাম OnePlus Nord CE 3 Lite। এই ফোনে আছে Snapdragon 695 প্রসেসর। এই ফোনটির সঙ্গে বাজারে টেক্কা দিচ্ছে Redmi Note 12 5G। এই ফোনটিও গতমাসে লঞ্চ করেছে দেশে। দুটোর দাম প্রায় এক। কিন্তু ফিচারের নিরিখে কে কাকে টেক্কা দিচ্ছে?
OnePlus Nord CE 3 Lite ফোনটিতে আছে দুটো ক্যামেরা রিং। এখানে কোনও ডিজাইন বা প্যাটার্ন দেখা যায় না। সলিড রঙেই উপলব্ধ এই ফোনটি। প্যাস্টেল লাইম এবং ক্রোমাটিক গ্রে- এই দুটো রঙে কেনা যায় এই ফোন। এটির ওজন ১৯৫ গ্রাম। অন্যদিকে Redmi Note 12 5G ফোনটি তিনটি রঙে বাজারে উপলব্ধ আছে। এই তিনটি রং হল ফ্রস্টেড সবুজ, ম্যাট ব্ল্যাক, মিস্টিক ব্লু। এখানে একটি চৌকো ক্যামেরা মডিউল দেখা যায় পিছনে। তার মধ্যে আছে তিনটি ক্যামেরা রিং এবং LED ফ্ল্যাশ। এখানে গ্রাহকরা IP53 রেটিং পাবেন। অর্থাৎ জলের ছিটা এবং ধুলো প্রতিরোধ করতে পারবে এটি।
6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে রয়েছে OnePlus Nord CE 3 Lite ফোনটিতে। এখানে আছে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ 120 Hz রিফ্রেশ রেট। 680 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এই ফোনে। অন্যদিকে Redmi -এর ফোনে আছে 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এখানে আছে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ 120 HZ রিফ্রেশ রেট। এখানে সর্বোচ্চ 1200 নিটসের ব্রাইটনেস মিলবে। দুটি ফোনেই কর্নিং গোরিলা গ্লাসের সুবিধা আছে।
Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে OnePlus -এর ফোনটি। এখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে Redmi Note 12 5G ফোনে আছে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর সহ 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে আছে অ্যান্ড্রয়েড 12। 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। অন্যদিকে OnePlus Nord CE 3 Lite ফোনে আছে অ্যান্ড্রয়েড 13 -এর সুবিধা। 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি মিলবে এখানে।
দুটো ফোনেই আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। OnePlus Nord CE 3 Lite ফোনটিতে আছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। অন্যদিকে Redmi- এর ফোনে আছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Amazon -এ OnePlus Nord CE 3 Lite ফোনটির দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। অন্যদিকে 17,999 টাকা থেকে শুরু হচ্ছে Redmi Note 12 5G ফোনটির দাম।