OnePlus Nord CE 3 Lite-এর সঙ্গে পূর্বসূরি Nord CE 2 Lite-এর তফাৎ কোথায়? বাজেটের মধ্যে সেরা কে?

OnePlus Nord CE 3 Lite-এর সঙ্গে পূর্বসূরি Nord CE 2 Lite-এর তফাৎ কোথায়? বাজেটের মধ্যে সেরা কে?
HIGHLIGHTS

ভারতে কিছুদিন আগেই লঞ্চ করেছে OnePlus Nord CE 3 Lite

এই ফোনটি আদতে OnePlus Nord CE 2 Lite- এর আপগ্রেডেড ভার্সন

দুটো ফোনই 25,000 টাকার মধ্যে, সেরা কোনটা

OnePlus -এর তরফে কিছুদিন আগেই ভারতে OnePlus Nord CE 3 Lite ফোনটি লঞ্চ করা হয়েছে। এটি আদতে Nord CE 2 Lite -এর আপগ্রেডেড ভার্সন। এখানে গ্রাহকরা পাবেন Full HD+ ডিসপ্লে সহ 8 GB RAM এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির দাম দেশের বাজারে 25,000 টাকার মধ্যে রাখা হয়েছে। তবে এই ফোনটি সদ্য লঞ্চ করলেও এটির পূর্বসূরি OnePlus Nord CE 2 Lite ফোনটিও কিন্তু বেশ জনপ্রিয়। দুটি ফোনের মধ্যে কোনটায় আছে সেরা ফিচার? 

কোন ফোনের ডিসপ্লে ভাল? 

120 Hz রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে রয়েছে OnePlus Nord CE 3 Lite ফোনটিতে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন আছে। Asahi Dragontail গ্লাসের সুবিধা আছে এই ফোনে। অন্যদিকে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে OnePlus Nord CE 2 Lite ফোনে।

কোন ফোনে আছে সেরা প্রসেসর? 

দুটো ফোনই পরিচালিত হয় Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। তবে OnePlus Nord CE 3 Lite ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 13। এখানে গ্রাহকরা 3 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। অন্যদিকে OnePlus Nord CE 2 Lite ফোনটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে। 

OnePlus Nord CE 3 Lite নাকি Nord CE 2 Lite কোন ফোনের স্টোরেজ বেশি? 

OnePlus Nord CE 3 Lite ফোনটিতে আছে 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM, 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট। তবে এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানো যাবে। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে OnePlus Nord CE 2 Lite ফোনে। 

Oneplus nord ce 3 lite vs oneplus nord ce 2 lite

ক্যামেরার নিরিখে এগিয়ে কে? 

ট্রিপল রিয়ার ক্যামেরা আছে OnePlus Nord CE 3 Lite ফোনটিতে। এখানে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। অন্যদিকে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে OnePlus Nord CE 2 Lite ফোনে। এখানেও বাকি দুটো ক্যামেরায় আছে 2 মেগাপিক্সেলের সেন্সর এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

ব্যাটারির বিচারে এগিয়ে কে? 

67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে OnePlus Nord CE 3 Lite ফোনে, অন্যদিকে OnePlus Nord CE 2 Lite ফোনে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। OnePlus Nord CE 3 Lite ফোনটি মাত্র 30 মিনিটে 40% চার্জ তুলতে পারে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo