OnePlus -এর তরফে লঞ্চ করা হল OnePlus Nord 3। এই ফোনটি দেশে OnePlus Nord 2T -এর উত্তরসূরি হিসেবে এল। দুটো ফোনই 35,000 টাকার মধ্যে।
এখন প্রশ্ন হল কেউ যদি OnePlus -এর Nord সিরিজের নতুন ফোন কিনতে চান কোনটা কিনবেন OnePlus Nord 3 নাকি OnePlus Nord 2T? কোন ফোনটা সেরা? আর কেন? দেখুন দুইয়ের তুলনা।
খাতায় কলমে Nord 2T -এর তুলনায় Nord 3 অনেকটাই আলাদা। পারফরমেন্স থেকে শুরু করে ডিসপ্লে সহ সবেতেই OnePlus Nord 3 অনেকটাই এগিয়ে। দুটোর ডিজাইন অনেকটা আলাদা।
OnePlus Nord 3 -এর ডিজাইন অনেকটাই iPhone এর মতো, দেখতেও বেশি আকর্ষণীয়। একই সঙ্গে এটাকে ধরতেও বেশ সুবিধা হয়। অন্যদিকে OnePlus Nord 2T -তে পাবেন শক্তপোক্ত একটা ডিজাইন।
OnePlus Nord 3 ফোনটির পাবেন বড় স্ক্রিন এবং পাতলা বেজেল। এখানে 6.74 ইঞ্চির একটি সুপার ফ্লুইড AMOLED ডিসপ্লে আছে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। অন্যদিকে Nord 2T ফোনটিতে আছে 6.43 ইঞ্চির একটি 90 Hz রিফ্রেশ রেট সহ Full HD+ AMOLED ডিসপ্লে।
OnePlus Nord 3 ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে। এখানে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এই স্মার্টফোন যদিও দুটো স্টোরেজ মডেলে কেনা যায় 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
অন্যদিকে MediaTek Dimensity 1300 প্রসেসরের সাহায্যে চলে OnePlus Nord 2T। এখানে আছে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। তবে দুটো ফোনের সাহায্যে মাল্টি টাস্কিং করা যাবে।
OnePlus Nord 3 ফোনটিতে গ্রাহকরা ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ OIS -এর সুবিধা। বাকি দুটো ক্যামেরায় আছে 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
OnePlus Nord 2T তে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় এখানে আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
OnePlus Nord 3 ফোনটিতে আছে 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। অন্যদিকে OnePlus Nord 2T -তে আছে 80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি।
OnePlus Nord 3 -এর বেস মডেল অর্থাৎ 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 34,999 টাকায়। আর 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 37,999 টাকায়।
অন্যদিকে OnePlus Nord 2T ফোনের বেস মডেল কেনা যাবে 28,999 টাকায়। এখানে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে 33,999 টাকায়।
Nord 2T ফোনটি এমনই বেশ শক্তপোক্ত ভাল ফোন। কিন্তু যদি আপনি 35,000 টাকার মধ্যে ফোন কিনতে চান তাহলে পারফরমেন্স, ক্যামেরা বা সমস্ত কিছুর দিক থেকেই কিন্তু OnePlus Nord 3 এগিয়ে থাকবে। তাছাড়া এখানে আছে আকর্ষণীয় একটা ডিজাইন। প্রসঙ্গত এই ফোনটির বিক্রি আগামী 15 জুলাই থেকে শুরু হচ্ছে।