বাজেট ফোন এবং কম দামী মিড রেঞ্জের ফোনের বিপুল চাহিদা বাজারে। 25,000 থেকে 30,000 এর মধ্যে যে ফোনগুলো আছে ভারতে অধিকাংশ মানুষই সেই ফোন কিনতে পছন্দ করেন। এই ফোনগুলোর মধ্যে OnePlus আলাদা করে নিজেদের ছাপ রেখেছে।
25,000 এর মধ্যে এই কোম্পানির একাধিক ফোন আছে। এই ফোনের সাহায্যে রোজকার বিভিন্ন কাজ করা যায় সহজেই। তবে কেবল OnePlus নয়, এই রেঞ্জে আরও একাধিক ফোন আছে। কিন্তু সেরা কোনটা? দেখুন তুলনা।
এই ফোনে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এখানে দুর্দান্ত লুকের জন্য কাটিং এজ আছে। ফোনটি বেশ হালকা। মাত্র 195 গ্রাম ওজন এটির।
Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে এটি যেটার সাহায্যে আপনি নির্বিঘ্নে রোজকার কাজ করতে পারবেন। এই ফোনটির দাম মাত্র 17,999 টাকা।
এই ফোনটি চলতি বছরেই লঞ্চ করেছে। এটিও আগের ফোনটির মতো ভীষণই হালকা, 195 গ্রাম এটির ওজন। ফলে সহজেই ক্যারি করা যায়।
6.72 ইঞ্চির একটি একটি বড় ডিসপ্লে রয়েছে এই ফোনে যা গ্রাহকদের দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্স দেয় কারণ এখানে বড় ডিসপ্লে ছাড়াও আছে 2400X1080 পিক্সেলের রেজোলিউশন। এটিও Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে। ছবি, ভিডিও, ইত্যাদি সেভ রাখার জন্য এখানে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফলে স্টোরেজ নিয়ে বিশেষ চিন্তা করতে হবে না।
5000mAh ব্যাটারি আছে এখানে যা রোজকার কাজের জন্য মন্দ নয়। এই ফোনটির দাম 19,999 টাকা।
এখানে 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে। স্ট্যান্ডার্ড ব্যাটারি ছাড়াও এই ফোনে রয়েছে দারুন স্টাইল। এটির ওজন মাত্র 188 গ্রাম, ফলে মনেই হবে না আপনি হাতে কিছু বইছেন যে।
MediaTek Dimensity 700 MT 6833 প্রসেসর রয়েছে এই ফোনে। তাই মাল্টি টাস্কিং বেশ সহজেই করা যায় এই ফোনে। এই ফোনটির দাম 18,999 টাকা।
স্টোরেজের জন্য এখানে যথেষ্ট জায়গা রয়েছে। এই ফোনে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন গ্রাহকরা। তাছাড়া এক চার্জে দীর্ঘক্ষণ কাজ করার জন্য 5000mAh ব্যাটারি তো পাবেনই।
এছাড়া কানেকটিভিটির জন্য এখানে 4G, 5G, ব্লুটুথ, GPS, WIFI, সহ সমস্ত সুবিধাই পাবেন। তাই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনও সুযোগই থাকবে না। 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরাও আছে এখানে। এটির দাম পড়বে 19,999 টাকা।
এই ফোনের দাম 18,499 টাকা। এই মিড রেঞ্জের ফোনেও আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। MediaTek Dimensity 810 5G প্রসেসর আছে এই ফোনে। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা আছে এই ফোনে ফলে দ্রুত চার্জ হয়ে যাবে এটি।
আরও পড়ুন: Best Phones Under 10,000: বাজেট ভীষণই সীমিত? দুর্দান্ত ফিচার ভরা Redmi, Realme এর এই ফোনগুলো দেখুন
এই ফোনে রোজকার কাজের জন্য বিপুল বড় ব্যাটারি আছে। এখানে 6000mAh ব্যাটারি আছে যা এক চার্জে দীর্ঘক্ষণ চলতে সক্ষম। তাই কাজের মাঝে বারবার চার্জ দিতে হবে না।
এখানে ছবি, ভিডিও সেভ করার জন্য 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। এটি পরিচালিত হয় Exynos 1280 প্রসেসরের সাহায্যে, ফলে আপনি নিশ্চিন্তে ফোনে একাধিক অ্যাপ খুলে রাখতে পারবেন। ফোন হ্যাং করবে না কিছুতেই। এটির দাম 16,999 টাকা।