Nokia -এর তরফে অবশেষে এই বছর ফেব্রুয়ারি মাসে একটি বাজেট ফ্রেন্ডলি ফোন লঞ্চ করা হল। ভারতীয় বাজারে লঞ্চ হওয়া এই ফোনটির নাম Nokia C32। এই ফোনে একটি ফাটাফাটি ডিজাইন আছে।
তবে যদি দাম বা ফিচারের দিকে দেখেন এই ফোনকে টেক্কা দেওয়ার মতো বাজারে কিন্তু ফোন আছে। এই ফোনের বিকল্প হিসেবে বেছে নিতেই পারেন Redmi 12C -কে। দেখুন দুই ফোনের তুলনা।
এই ফোনটি 2023 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল। এই ফোনটির আসল দাম 10,999 টাকা। কিন্তু এখন এটি অফার প্রাইসে 9,499 টাকাতেই কেনা যাচ্ছে Nokia -এর সাইট থেকে।
এই ফোনে আছে IPS LCD ডিসপ্লে যেখানে মিলবে 720X1600 পিক্সেলের রেজোলিউশন। এখানে আছে Unisoc SC9863A1 প্রসেসর। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।
এই ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট -এ কেনা যাবে। এগুলো হল 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
আরও পড়ুন: IQOO Neo 8 সিরিজ লঞ্চ, 120W ফাস্ট চার্জিং সহ আর কী কী ফিচার আছে? দাম কত?
এই ফোনে ডাবল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনে আছে 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি।
Redmi 12C ফোনটিতে আছে IPS LCD ডিসপ্লে যেখানে 720X1650 পিক্সেলের রেজোলিউশন। MediaTek Helio G85 প্রসেসর আছে এই ফোনে, অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
এই ফোনে 5টি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে। এগুলো হল 32 GB ইন্টারনাল স্টোরেজ এবং 3 GB RAM, 3 GB RAM 64 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনেও ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 0.08 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। এখানে 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে।
আরও পড়ুন: 12জিবি RAM এবং 10000mAh ব্যাটারি সহ iQoo Pad লঞ্চ, ফ্ল্যাগশিপ প্রসেসর সহ Oneplus Pad কে দেবে টেক্কা
Redmi 12C ফোনটির দাম 8,799 টাকা। ফলে দামের ক্ষেত্রে এত অনেকটা সস্তা, তাও মোটামুটি একই ফিচার থাকা সত্বেও।