Nokia C22 কি বাজেট ফোন বিভাগে হারাতে পারবে Realme C30-এর জনপ্রিয়তাকে? দেখুন তুলনা

Updated on 16-Aug-2023
HIGHLIGHTS

Nokia C22 সদ্যই লঞ্চ করল দেশে

এই বাজেট ফোনের সঙ্গে টক্কর দেবে Realme C30

দুটো ফোনেই আছে একই রকমের ব্যাটারি

Nokia -এর তরফে লঞ্চ করা হল Nokia C22। এটি একটি বাজেট ফোন। কিন্তু এই সস্তার ফোনটি কি অন্যান্য ব্র্যান্ডের ফোনের সঙ্গে টক্কর দিতে পারবে? 

বাজারে এই মুহূর্তে অন্যতম সেরা বাজেট ফোন হল Realme C30। এই ফোনটি গত বছর লঞ্চ করেছিল। কিন্তু এই দুইয়ের মধ্যে সেরা কে? কোথায় আছে ভাল ফিচার? দেখুন দুটোর তুলনা। 

Nokia C22 Vs Realme C30

কার ডিসপ্লে কেমন?

Nokia C22 ফোনটিতে আছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, এখানে মিলবে 1600X720 পিক্সেলের রেজোলিউশন। অন্যদিকে Realme C30 ফোনটিতে আছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এখানে সর্বোচ্চ 400 নিটসের ব্রাইটনেস মিলবে। আছে 720X1600 পিক্সেলের রেজোলিউশন। 

কোন ফোনের ক্যামেরা কাকে ছাপিয়ে গেল?

Nokia C22 ফোনটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। LED ফ্ল্যাশ আছে এই ফোনে। 

অন্যদিকে Realme C30 ফোনটিতে আছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 5 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। 

কার ব্যাটারি কেমন?

দুটো ফোনেই আছে একই রকমের ব্যাটারি। Nokia, Realme দুটোর ফোনেই পাবেন 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। 

প্রসেসর কোন ফোনে ভাল?

Nokia C22 ফোনটি চলে Unisoc SC9863A প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে। অন্যদিকে Realme C30 চলে Unisoc Tiger T612 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 11 -এর সাহায্যে। 

Nokia -এর ফোনে আছে দুটো স্টোরেজ মডেল, 2 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে Realme C30 -তে আছে 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ, 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। 

কোন ফোনের কত দাম?

Nokia C22 ফোনটি লঞ্চ হয়েছে 7,999 টাকায়। এখানে আপনি পাবেন 2 GB RAM মডেল। আর 4 GB RAM মডেলের জন্য আপনাকে 8,499 টাকা খরচ করতে হবে। 

অন্যদিকে Realme C30 কেনা যাবে 5,999 টাকায়। এই দামে 2 GB মডেল উপলব্ধ আছে। আর 3 GB মডেল কিনতে লাগবে 7,999 টাকা।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :